GRSE Recruitment: গার্ডেন রিচ সিফ্ফিল্ডারস এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে দপ্তরের তরফে ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি খুঁজছেন তাদের জন্য খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। আবেদনের আগে এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন,আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য জেনে নিন।
GRSE Recruitment notification
শিক্ষাগত যোগ্যতা : প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনকারীদের NAC/ সহ স্বীকৃত কোন বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে। প্রতিটি পদে মাধ্যমিক পাস ছাড়া অন্যান্য শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
আরও চাকরির খবর – Tata steel job vacancy: মাধ্যমিক পাশে টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ
বয়সসীমা : এই পদগুলিতে আবেদনকারীরা সর্বোচ্চ 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে OBC প্রার্থীরা 3 বছর ও SC/ST প্রার্থীরা 5 বছর এবং PWD (UR) প্রার্থীরা 10 বছর, PWD (OBC) প্রার্থীরা 13 বছর PWD ( SC ও ST) প্রার্থীরা 15 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ ও বেতন
শূন্যপদ : ফিটার, ড্রাইভার, করনিক অপারেটর, মেকানিক অপারেটর,ইলেকট্রিক মেকানিক, ডিজেল মেকানিক, ইলেকট্রিক হ্যান্ডেলিং ইত্যাদি ভিন্ন পদে মোট 50 টি শূন্যপদে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন : এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসাবে প্রথম বছর 24000 টাকা এবং দ্বিতীয় বছর 26000 টাকা বেতন দেওয়া হবে।
আরও চাকরির খবর- ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়
আবেদন করার পদ্ধতি
উপরিক্ত (GRSE Recruitment) পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে।
১) প্রথমে GRSE এর https://jobapply.in/GRSE2024JM1/Registration.aspx ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, জন্মতারিখ, আবেদন পোস্ট সিলেক্ট, ইমেল আইডি, ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) তারপর ইমেল আইডি, রেজিস্ট্রেশন এর সময় সিলেক্ট করা পোস্ট, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের পর স্কিনে আসা আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৩) আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন – শিক্ষাগত যোগ্যতার নথিপত্র , জন্মের প্রমাণপত্র, জাতি সংস্থাপত্র, ইত্যাদি সঠিকভাবে আপলোড করতে হবে।
৪) সর্বশেষে আবেদনমূল্য জমা করতে হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া করতে হবে। আবেদনের শেষে আবেদন কপির প্রিন্ট আউট সহ তার মধ্যে যাবতীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে নোটিফিকেশনে দেওয়ার ঠিকানা পাঠিয়ে দিতে হবে।
আরও চাকরির খবর- অষ্টম শ্রেণী পাশে মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লসে কর্মী নিয়োগ
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
আবেদন মূল্য : এই পদগুলিতে আবেদনের জন্য ST,SC,PWD প্রার্থীরা বাদে সকল প্রার্থীদের আবেদনমূল্য হিসাবে 147 টাকা জমা করতে হবেন।
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে নিযুক্ত করার জন্য আবেদনকারীদের 100 নাম্বারের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে। 100 নাম্বারের লিখিত পরীক্ষার মাধ্যে বাণিজ্যিক সম্পর্কে 80 নাম্বার প্রশ্ন থাকবে এবং 20 নাম্বার সাধারণ জ্ঞান, সাধারণ যোগ্যতা, যুক্তি, মানসিক ক্ষমতা, সংখ্যাগত ক্ষমতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকবে। আবেদন প্রার্থীরা নির্দিষ্ট নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর জন্য যোগ্য হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্ত করা হবে।
আরও চাকরির খবর- শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিক অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ : এই পদগুলিতে আবেদনকারীরা 20/01/2024 তারিখ থেকে 19/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক
আবেদনের শেষ তারিখ | ১৯-০২-২০২৪ |
অফিসিয়াল নোটিশ (PDF Download) | Click Here |
আবেদন লিঙ্ক (Online Apply Link) | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | www.grse.in |