Haldia Job News- হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন পদে কাজের সুযোগ। ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ, জেনে নিন আবেদন পদ্ধতি

Haldia Job News- পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলদিয়া। ক্রমশ এই অঞ্চলকে আরও উন্নত করার লক্ষ্যে এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি ও বেসরকারি উদ্যোগ-এ গড়ে তোলা হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা। বিপুল শিল্পায়নের প্রভাবে কর্মসংস্থানও বাড়ছে। বর্তমানে হলদিয়ার একাধিক শিল্প কারখানায় কর্মী নিয়োগ (Haldia Job News) চলছে। কোথায়, Haldia Job Vacancy-তে কোন পদে নিয়োগ? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

New Haldia Job News 2024

(১) পদের নাম- GASEOUS CHLORINATION PLANT OPERATOR

হলদিয়া শিল্পাঞ্চলের (Haldia Job Vacancy) টাটা পাওয়ার কোম্পানি লিমিটেডে রয়েছে কর্মখালি। এখানকার ‘WAX TECHNOLOGIES PVT LTD’-এর তরফে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদে সংখ্যা ১ টি। যে যে ইচ্ছুক ব্যক্তি চাকরির জন্য আবেদন জানাবেন বলে ঠিক করেছেন, তাঁদের ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তাঁদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এই কাজটি চুক্তিভিত্তিক। দুই বছরের চুক্তিতে নিয়োগ (Haldia Job vacancy) দেবে সংস্থা। আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। আবেদন করুন আগামী ৪ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানতে ফলো করুন অফিসিয়াল নোটিফিকেশন।

আরও পড়ুন – WBERC Recruitment- রাজ্যে বিদ্যুত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! প্রতিমাসে মোটা বেতন, আবেদন প্রক্রিয়া জেনে নিন

(২) পদের নাম- DRIVER

Haldia Job News -এর মধ্যে Hindustan Unilever সংস্থায় রয়েছে কর্মখালি। নিয়োগকারী সংস্থা হল- SPEEDWAYS, P66। এই পদের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নেই। তবে উক্ত ফিল্ডে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটি দীর্ঘ মেয়াদের চুক্তি নির্ভর। আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। আবেদন করা যাবে অনলাইনে। আবেদন জানানোর লাস্ট ডেট আগামী ৫ মার্চ পর্যন্ত।

(৩) পদের নাম- CLEANER

Hindustan Unilever সংস্থায় রয়েছে ক্লিনার পদে কর্মখালি। নিয়োগকারী সংস্থা হল- SPEEDWAYS, P66। এই পদের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নেই। তবে উক্ত ফিল্ডে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটি দীর্ঘ মেয়াদের চুক্তি নির্ভর। আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। আবেদন করা যাবে অনলাইনে। আবেদন জানানো যাবে আগামী ৫ মার্চ পর্যন্ত।

(৪) পদের নাম- UNSKILLED HELPER

হলদিয়ার Haldia Job News -এর মধ্যে Hiranmaye Energy Ltd তে রয়েছে কর্মখালি। নিয়োগকারী সংস্থা হল Eco Struktuer & Waterproofing Enterprise। এখানে মোট শূন্যপদের সংখ্যা চারটি আবেদনকারীদের কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। তবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ হবে ৯ মাসের চুক্তির ভিত্তিতে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৫৫ বছর। আবেদন জানানো যাবে অনলাইনে। আবেদন চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন – WB Health Recruitment 2024- রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কাজের সুযোগ! প্রতিমাসে বেতন ৬০ হাজার টাকা

Haldia Job News -এর মধ্যে উক্ত পদগুলি ছাড়াও আরও বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ (Haldia Job Vacancy) চলছে হলদিয়া শিল্পাঞ্চলে। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের বিজ্ঞপ্তি  – Download
Official Website – Click

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.