School Holidays – স্কুল ছুটির নামেই কচিকাঁচাদের মুখে ফুটে ওঠে চওড়া হাসি। আর স্কুলছুটি মানেই পড়াশোনা বন্ধ করে শুধুই খেলা। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি কাটিয়ে মার্চ এসেছে। বছরের শুরু থেকে টুকটাক ছুটি পেয়েছেন ছাত্রছাত্রীরা। কিন্তু তাতে কি মন ভরে? মার্চ মাস পড়তেই ছুটির ক্যালেন্ডারে চোখ গিয়েছে তাঁদের। এই মাসে কদিন ছুটি? দিন গুনতে বসেছেন পড়ুয়ারা।
ইতোমধ্যে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (madhyamik and higher secondary exam 2024) শেষ হয়েছে। দুটি বোর্ড পরীক্ষা চলাকালীন লম্বা ছুটি চলেছে স্কুলগুলিতে। আপাতত ছুটি কাটিয়ে সদ্য শুরু হয়েছে পঠনপাঠন। এদিকে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ফলে উৎসবের সঙ্গে সমান তালে বাড়ে ছুটিও। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বছরের বিভিন্ন সময় নানান কারণে ছুটি দেওয়া হয়।
আরও পড়ুন – JEXPO Application Form 2024: মাধ্যমিক পাশে পলিটেকনিক কোর্সে ভর্তি হবেন? জেনে নিন আবেদন পদ্ধতি
West Bengal School Holiday Calendar 2024
বছরের শুরুতেই সেই ছুটি তালিকা (School Holidays List) হাতে পেয়ে যান ছাত্রছাত্রীরা। সারা
বছর এই তালিকার দিকেই চোখ বোলানো চলে। স্কুলগুলিও এই তালিকা মেনে সিলেবাস শেষে মন দেয়। আবার অনেক সময়েই অতিরিক্ত ছুটির সংযোজন করে রাজ্য সরকার। তখন ছুটি ক্যালেন্ডার বাদ দিয়েও হঠাৎ ছুটি পান পড়ুয়ারা। চলতি মার্চ মাসেও একঝাঁক ছুটি রয়েছে স্কুলগুলি
তে। মার্চ মাসের চারটি রবিবার ছাড়াও আরও বেশ কিছু ছুটি পাবেন ছাত্রছাত্রীরা। যেমন, চলতি মাসেই রয়েছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী।
আরও পড়ুন – Yogyashree Scheme: রাজ্যের নতুন প্রকল্প যোগ্যশ্রী স্কিম, রাজ্যের পড়ুয়াদের জন্য খুশির খবর
কোন কোন তারিখ School Holiday থাকছে দেখুন।
তার পরেই রয়েছে মহা শিবরাত্রি, দোলযাত্রা ও হোলি উৎসব। আগামী ৫ মার্চ সোমবার মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে ছুটি পাবেন পড়ুয়ারা। এরপর, আগামী ৮ মার্চ শুক্রবার মহা শিবরাত্রি উপলক্ষ্যে ছুটি থাকবে স্কুল। আগামী ২৫ মার্চ হোলি উপলক্ষ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ।
উল্লিখিত দিনগুলি ছাড়াও আরও ছুটি রয়েছে। যেমন, আগামী ২৮ মার্চ পবিত্র বৃহস্পতিবার / মান্ডি, আগামী ২৯ মার্চ পবিত্র শুক্রবার ও ৩০ মার্চ ইস্টার হলিডে উপলক্ষ্যে ছুটি পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, মার্চ মাসে কতগুলো ছুটির (School Holiday in March) সুযোগ খুলে যাচ্ছে! তাই আর চিন্তা না করে পড়াশোনার ফাঁকে কাটিয়ে আসা যায় সুন্দর উইক এন্ড।
প্রসঙ্গত, রাজ্যে সারাবছর একাধিক ছুটি (WB School Holiday List) চলায় সমস্যায় পড়েছেন বহু ছাত্রছাত্রী। বিশেষ করে প্রত্যন্ত এলাকার বহু পড়ুয়ার বিদ্যালয়ের উপর নির্ভরশীলতা বেশি। ফলে পরপর ছুটিতে ব্যাহত হচ্ছে তাঁদের পঠনপাঠন। বিষয়টি নিয়ে স্কুলকে জানিয়েছেন তাঁরা। বিদ্যালয়ের তরফে কোনো ব্যবস্থা হয় কিনা, সেটাই এখন দেখার।
Official List – Downlaod