Health worker Recruitment: পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি বিস্তারিত

Health worker Recruitment: পৌরসভায় স্বাস্থ্য কর্মী বা Honorary Health Workers (HHWs) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির আশায় বসে আছেন তাদের জন্য খুশির খবর। কোনো বিদ্যালয় থেকে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা টুকু থাকলেই ভালো মানের বেতনের চাকরির সুযোগ। চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে আজকের এই প্রতিবেদনে। তাই আবেদনের আগে প্রতিবেদনটা লক্ষ্য করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা, শূন্যপদ ও বেতন

বয়সসীমা : 30 থেকে 40 বছর বয়সের মধ্যে যেকোনো প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরাও বয়সের ছাড় পাবেন। আবেদনের ক্ষেত্রে SC/ST/OBC (A/B) ক্যাটাগরি প্রার্থীরা 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রার্থীদের বয়স হিসাব করা হবে।
শূন্যপদ : এই আশাকর্মী পদে মোট 3টি শূন্যপদ রয়েছে।
বেতন : HHW এর পদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 4500 টাকা বেতন পাবে।

আরও চাকরির খবর – ভারতীয় জাতীয় সড়কপথে কর্মী নিয়োগ!

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে এবং সামাজিক সেবা প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক ছাড়াও উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবে।

আবেদন করার পদ্ধতি

অফলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে।
১) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদন পত্রটির প্রিন্ট আউট বার করতে হবে।
২) আবেদনপত্রটি নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, মেটারিয়াল স্ট্যাটাস, নিজের পারমানেন্ট ঠিকানা, মোবাইল নাম্বার,ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর সিগনেচার ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৩) আবেদনপত্র পূরণের পর আবেদন পত্রের সাথে নিচের ডকুমেন্টগুলি দিয়ে বরানগর মিউনিসিপ্যাল ​​অফিস, 87, দেশবন্ধু রোড (ই), কলকাতা-700035 এই ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।

আরও চাকরির খবর – ইন্ডিয়ান ওয়েল লিমিটেড কোম্পানিতে ভিন্ন পদে কর্মী নিয়োগ,

নিয়োগ প্রক্রিয়া

বরানগর পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের এই পদে প্রার্থীদের মাধ্যমিকের নাম্বার ও ইন্টারভিউর প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের এই পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ভবিষ্যতে নিযুক্ত প্রার্থীদের কাজের সময়সীমা বাড়তে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনের জন্য প্রার্থীর এই ডকুমেন্টসগুলি থাকতে হবে।
★ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষা পাশের মার্কশিট।
★আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
★ সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে জাত সার্টিফিকেট ।
★ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড/ভোটার কার্ড অথবা রেশন কার্ড ।
★প্রার্থীর বিবাহের প্রমানপত্র হিসেবে ম্যারেজ সার্টিফিকেট এবং বিবাহবিচ্ছেদের জন্য মাননীয় আদালতের আদেশপত্র।
★বিধবা প্রার্থীদের জন্য স্বামীর মৃত্যুর সার্টিফিকেট।
★প্রার্থীর Passport সাইজের ফটোকপি

আরও চাকরির খবর – রাজ্যের এই জেলায় আশাকর্মী নিয়োগ

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ৩০-০১-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.baranagarmunicipalityservices.co.in

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.