Voter Card Update: ভারতবর্ষের মানুষের কাছে নাগরিকত্বের পরিচয় হিসেবে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডও প্রযোজ্য। অনেক সময় ভোটার কার্ডের ছবি ভালো আসে না। আবার মানুষের অল্প বয়সে ভোটার কার্ড করা হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মুখের পরিবর্তন হয় আর এর ফলে ভোটার কার্ডটি দেখে মানুষটিকে চেনা অনেক সময় নাও যেতে পারে।
এই সকল কারণের জন্য ভোটার কার্ডে ছবি পরিবর্তন করার প্রয়োজনীয়তা হতে পারে। আর এই ভোটার কার্ড এর ছবি পরিবর্তনের জন্য বহু মানুষ সরকারি অফিসে গিয়ে জমায়েত হয়। এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানাবো যে অন্য কোনো জায়গায় নয় ঘরে বসেই কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের ছবি পরিবর্তন করা যায়। অনলাইনে ভোটার কার্ডের ছবি আপলোড করতে নিম্নলিখিত পদক্ষেপ গুলিকে অনুসরণ করতে হবে
আরও পড়ুন – রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট নিয়ে গ্রাহকদের জন্য সুখবর।
এই ভাবে করবেন Voter Card-র ছবি পরিবর্তন
১) ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে যদি ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে চান তবে প্রথমেই যেতে হবে https://www.nvsp.in সাইটে।
২) নিজের মোবাইল নম্বার ও মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং পুনরাই মোবাইল নম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) হোম পেজে গিয়ে Voter Services অপশনে যেতে হবে।
৪) এরপর ক্লিক করবেন Correction in Voter ID-তে।
৫) Voter ID Number টি নির্ভুল ভাবে এন্ট্রি করে দেবেন।
৬) আপনার ভোটার আইডি নম্বর না থাকলে, My Voter ID Number is not available-এ ক্লিক করে দেবেন।
৭) Next বাটনে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য এন্টার করতে হবে।
৮) Photo-তে ক্লিক করে Upload Photo-তে গিয়ে ফটো আপলোড করে Submit বাটনে ক্লিক করতে হবে।
Application সম্পূর্ণ হলে আপনাকে একটা Application Track ID দেওয়া হবে। ভোটার কার্ডের ছবি পরিবর্তনের জন্য আবেদন করার পরে Track Your Application ট্যাবে গিয়ে Application Track ID দিয়ে মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে ভোটার কার্ডের ছবিটি আপডেট হল কিনা।
ফটো আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি
ভোটার কার্ডের ছবি পরিবর্তনের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ব্যবহার করা বাধ্যতামূলক সেগুলি হল-
১) ব্যক্তিটির আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র।
২) পাসপোর্ট মাপের একটি ছবি।
৩) মনে রাখতে হবে যে ভোটার কার্ডের জন্য ছবি পরিবর্তন হতে সময় লাগবে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত।
আরও পড়ুন – বাড়ি বসে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করুন মোবাইল দিয়ে, জানুন সম্পূর্ণ পদ্ধতি।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের সময় যে বিশেষ জিনিসগুলি মাথায় রাখবেন সেগুলি হল
১) এই কার্ডের জন্য যে ছবিটি ব্যবহার করবেন সেই ছবিটির আকার ৩.৫ সেমি x ৪.৫ সেমি হতে হবে।
২) ছবির রেজোলিউশন ৩০০ ডিপিআই-এর বেশি হতে হবে।
তার আইডি কার্ডে ছবির পাশাপাশি যদি কোনো তথ্য আপডেট করতে হয় সে ক্ষেত্রে উপভোক্তাকে Correction in Voter ID অপশনে যেতে হবে।