Ration Items – দেশের সাধারণ মানুষেরা যাতে খালি পেটে না থাকে অন্তত একমুঠো খেয়ে বেচে থাকতে পারে সেই জন্য লকডাউন থেকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ফ্রিতে রেশন (Free Ration Items) ব্যবস্থা চালু করেছে।করোনার সময় লকডাউনের জেরে সব কিছু বন্ধ ছিল তাই বিনামুল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্য দেওয়ার কাজ শুরু হয়েছিল। বিনামুল্যে রেশন (Free Ration Items) দেওয়ার ফলে প্রায় ৮০ কোটি ভারতবাসী খেয়ে পড়ে বেঁচে গেছে।
বর্তমানে দেশে প্রায় ৯০ কোটি রেশন কার্ড আছে। ভারতের প্রতি নাগরিকেরই রেশন কার্ডের অধিকার রয়েছে।পশ্চিমবঙ্গে মূলত AAY, SPHH, PHH, RSKY-I, RSKY-II এই পাঁচ ধরনের রেশন কার্ড আছে। কার্ড অনুযায়ী রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যে (Free Ration Items) পাওয়া খাদ্যশস্যের পরিমাণ আলাদা আলাদা। তবে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার পরিমাণ আগের থেকে কিছুটা হলেও কমেছে। কারন রাজ্য সরকার বিনামুল্যে রেশন ব্যবস্থা চালু রাখলেও কেন্দ্র সরকার তা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন – Earn Money from Facebook – ফেসবুক থেকে খুব সহজে ৫০ হাজার টাকা আয় করুন! কিভাবে জেনে নিন।
রেশন উপভোক্তারা কোন মাসে কি কি খাদ্য সামগ্রী পাবেন এখন রাজ্য সরকার তা আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের পরিমাণ জানিয়ে দেয়। যাতে উপভোক্তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।
কোন মাসে কত সামগ্রী পাবেন সবটাই সরকার ঠিক করে দেয়। জুন মাস পরে গিয়েছে, তাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে কোন কোন বিভাগে কী ধরনের খাদ্যদ্রব্য (Ration Items) সরবরাহ করা হবে। জুন মাসে কোন কার্ডে কত পরিমাণে কী কী খাদ্যশস্য (Ration Items) পাওয়া যাবে দেখে নিন-
কী কী খাদ্যশস্য (Ration Items) পাওয়া যাবে জুন মাসে।
১) অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY) – অন্ত্যোদয় অন্নযোজনা ক্যাটাগরির কার্ড হোল্ডাররা পরিবার কিছু ১০ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম পাবেন। ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে এক কেজি চিনি দেওয়া হবে। এছাড়াও একুশ কেজি চাল দেওয়া হবে।
২) অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH) – অগ্রাধিকার প্রাপ্ত ক্যাটাগরির রেশন কার্ড থাকলে পরিবারে মাথা পিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম দেওয়া হবে।
৩) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH) – SPHH ক্যাটেগরির রেশন কার্ডে পরিবারে মাথা পিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম দেওয়া হবে।
৪) RKSY-1 রেশনকার্ড – এই ক্যাটাগরির রেশন কার্ডে মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে।
৫) RKSY-2 রেশনকার্ড – এই ক্যাটেগরিতে রেশন কার্ডে শুধুমাত্র ২ কেজি চাল দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য (Ration Items)সামগ্রী পরিবর্তন হয়ে থাকে। উপরে উল্লেখিত খাদ্য সামগ্রীগুলি আপনারা জুন মাসে পাবেন। আর যদি উপরে উল্লেখিত পরিমাণের থেকে কম খাদ্যদ্রব্য দেওয়া হয় আপনাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরে অভিযোগ জানাতে পারেন।
খাদ্য দপ্তরে অভিযোগ জানানোর জন্য ১৯৬৭ অথবা ১৮০০৩৫৫৫৫০৫ নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে Whatsapp করতে পারেন। নিজের ন্যায্য অধিকার থেকে কোনও গ্রাহক যাতে বঞ্চিত না হন তার জন্যই এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।জুন মাসে রেশনে তোলার আগে জেনে নেবেন আপনার রেশন কার্ড (Ration Items) অনুযায়ী কোন কোন খাদ্য সামগ্রী পাবেন।
আরও পড়ুন – Summer Vacation – গরমের ছুটি আরও বাড়বে জানালো রাজ্য সরকার!