Advertisement

প্যান কার্ড হারিয়ে ফেলেছেন কি? চিন্তার কিছু নেই খুব সহজেই Duplicate PAN Card – এর জন্য আবেদন করতে পারেন

Advertisement

বর্তমানে অনেকেই পরিচয় পত্র বা জন্মের প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড ব্যবহার করে থাকেন। এছাড়াও যে কোনও আর্থিক লেনদেন, ব্যাঙ্কের কাজ সহ একাধিক কাজে প্যান কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। প্যান কার্ড আমাদের রোজকার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই রকম গুরুত্বপূর্ণ একটি নথি যদি হারিয়ে যায়, তবে স্বাভাবিকভাবেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে।

অনেকেই অসাবধানতার কারনে প্যান কার্ড হারিয়ে ফেলেন। আর প্যান কার্ড হারিয়ে গেলে মুশকিলে পড়তেই হয়।আমরা সকলেই জানি প্যান কার্ড ছাড়া কোনো আর্থিক লেনদেনের কাজ করা সম্ভব নয়। সেটা সাধারণ ব্যাঙ্কের কাজ হোক বা ইনভেস্টমেন্টের কাজ কোনটাই করা যাবে না। এমন প্রয়োজনীয় নথি হারিয়ে গেলে অনেকেই বুঝে উঠতে পারেন না যে কী করবেন, কীভাবে আবার প্যান কার্ড পাবেন।

Advertisement
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

অরিজিনাল প্যান কার্ড একবার হারিয়ে ফেললে আর পাওয়া যায় না। তবে প্যান কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে প্যান কার্ড পুনর্মুদ্রণের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ একটি ডুপ্লিকেট প্যান কার্ডের (Duplicate PAN Card) জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। ডুব্লিকেট প্যান কার্ডের (Duplicate PAN Card) জন্য আবেদন করবেন কিভাবে দেখে নিন-

duplicate pan card

ডুপ্লিকেট প্যান কার্ডের (Duplicate PAN Card) আবেদন পদ্ধতি:-
১) প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে প্যান কার্ড ( Pan Card) পুনর্মুদ্রণ ডাটাতে পরিবর্তন ও সংশোধন বলে অপশন আসবে। তারপর নাম ফোন নাম্বার জন্ম তারিখের ফর্মটি ফিল আপ করতে হবে।
৩) এরপর আপনার প্যান কার্ডের সাথে যুক্ত ইমেলে একটি টোকেন নাম্বার আসবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪) এরপর আপনার সমস্ত ব্যাক্তিগত তথ্য দিতে হবে।
৫)এরপর আবেদনকারির থেকে জানতে চাওয়া হবে আবদেনপত্র ফিজিকালি, ই কেওয়াইসি, ইসাইনিং কোন মোডে জমা দিতে চায়।যদি ই কেওয়াইসি ই সাইনিং বেছে নেন তাহলে আপনার আপডেটেড আধার কার্ড লাগবে যার সাথে ফোন নাম্বার যুক্ত আছে তাতে ওটিপি যাবে।
৬) সেখানে ডিজিটাল সাইন করে জমা দিতে হবে। এরপর পাসপোর্ট, ডিজিটাল স্বাক্ষর এবং বাকি সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) তারপর সুরক্ষার জন্য একটি ওটিপি আসবে।এরপর প্যান কার্ড তৈরির চার্জটি আপনি পে করে দিলেই সঙ্গে সঙ্গে মেলের মাধ্যমে ই প্যান কার্ড (Pan Card) চলে আসবে।
৮) এরপর ১০-১৫ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ড বাড়িতে চলে আসবে।

আরও পড়ুন- ফ্রি-র দিন শেষ! এবার থেকে UPI Payment করলে দিতে হবে অতিরিক্ত টাকা

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Join Join