সাধারণ মানুষের কথা বিবেচনা করে বহু স্কিম রয়েছে কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকারের একটি স্কিম থেকে আপনারা সহজেই পেতে পারেন ৫০হাজার টাকা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? জেনে নিন এই প্রকল্পের খুঁটিনাটি। ছোট ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে চাইলে স্বল্প সুদে ঋণ হিসেবে ৫০হাজার টাকা আপনাকে দেবে কেন্দ্র। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হলো PM Svanidhi Scheme. এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কিংবা কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য সবটাই জেনে নিন এই প্রতিবেদনে।
কেন এই PM Svanidhi Scheme বা প্রকল্পের সূচনা?
দেশের স্টার্ট আপ ব্যবসায়ীদের লোনের জন্য বহু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে ছোট হকার কিংবা ব্যবসায়ীদের জন্য তেমন প্রকল্প ছিল না। অনেক ছোট ব্যবসায়ী বা হকার স্বপ্ন দেখেন নিজের একটি ছোট দোকানের। তবে টাকা পয়সার অভাবে তা আর হয়ে ওঠেনা। এবার সেই ব্যবসাকে মনের মত করে বৃদ্ধি করুন PM Svanidhi Scheme এর মাধ্যমে। ২০২০ সালে কেন্দ্রীয় এই প্রধানমন্ত্রী স্বনীধি যোজনার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সূচনা করেন। কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতর রয়েছে ছোট ছোট ব্যবসায়ীদের পাশে। সারা দেশের প্রত্যেকটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলের হকারদের জন্য PM Svanidhi Scheme চালু হয়েছে।
প্রধানমন্ত্রী স্বনীধি যোজনার আওতায় নিজের ব্যবসা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সেক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। PM Svanidhi Scheme আবেদন করতে চাইলে, স্থানীয় প্রশাসন কতৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট হকারের কাছে। ট্রেড লাইসেন্স না থাকলে স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া বৈধ হকার পরিচয় পত্র বাধ্যতামূলক। নিজেদের ব্যবসা বৃদ্ধি করার জন্য রাস্তার ধারে সব হকাররা PM Svanidhi Scheme Loan বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার থেকে সুবিধা পাবেন।
PM Svanidhi Scheme বা প্রকল্পের সুবিধা।
১) স্বল্পমেয়াদী সর্বোচ্চ ঋণের পরিমাণ (Rs. ১০,০০০/-, Rs. ২০,০০০/- ও Rs. ৫০,০০০/-)
২) সময়মতো পূর্বের ঋণের পরিমাণ পরিশোধের করলে মোট ঋণের উপর @৭% সুদের ভর্তুকি পাবেন।
৩) এই প্রকল্পের ব্যবসায়ীদের মাসিক ক্যাশব্যাক মিলবে ডিজিট্যাল লেনদেনের উপর।
কিভাবে ৫০ হাজার টাকা পাবেন প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে?
জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় প্রথমে খুব কম সুদে ১০,০০০ টাকা ঋণ পাবেন একজন হকার। প্রতিমাসে ঋণের অর্থ সুদ সমেত মিটিয়ে দিতে হবে। সেই দিন সময় মত পরিশোধ করতে পারলে দ্বিতীয় বারে ২০ হাজার টাকা ঋণ পাবেন ওই হকার। এই টাকাও যদি সময় মতো শোধ করে দেওয়া যায় তাহলে, পরবর্তী ক্ষেত্রে আরও ৫০ হাজার টাকা ঋণ পাবেন তিনি।
এই প্রকল্পে আবেদন করতে কি কি নথিপত্র প্রয়োজন?
আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে,
১) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড।
২) MNREGA নথিপত্র অবশ্যই প্রয়োজন।
৩) ছোট হকারদের হকার আইডেন্টিটি কার্ড।
৪) ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে।
৫) নিজের নামে অথবা ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
৬) স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া পরিচয় পত্র থাকতে হবে।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য কিভাবে আবেদন করবেন?
PM Svanidhi Scheme Loan বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য কিভাবে আবেদন করবেন? প্রথমে www.pmsvanidhi.mohua.gov.in ওয়েবসাইটে গিয়ে লোনের জন্য আবেদন করতে হবে। সেখানে যা কিছু তথ্য যা আমরা পূর্বে আলোচনা করেছি সবটা সঠিক ভাবে দিতে হবে। আপনার দেওয়া তথ্য বলে দেবে আপনি লোন নেওয়ার জন্য যোগ্য কিনা। PM Svanidhi Scheme লোন পেতে হলে যে পুরসভা এলাকায় আপনি হকারি করেন কিংবা বসবাস করেন সেখানে যোগাযোগ করুন। এরপর ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। সব তথ্য যদি ঠিক থাকে তাহলে ঋণ পেতে সমস্যা হবে না।