EPFO-র অ্যাকাউন্টে টাকা জমা পড়ল কিনা দেখবেন কীভাবে? ( How to EPFO Balance Check? )
EPFO Balance Check – অবসরের পর চাকুরিজীবীদের মূল ভরসা EPFO অ্যাকাউন্টে জমানো টাকার উপর। অবসরের সময় হাতে আসা ওই টাকা বিনিয়োগ করেই বহু মানুষ আর্থিকভাবে সচ্ছল থাকেন।EPFO অ্যাকাউন্টে কর্মচারীর বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যাকাউন্টে জমা হয়।একইরকম ভাবে কর্মচারীকে নিয়োগকারী সংস্থাও ওই অ্যাকাউন্টে টাকা জমা করে।তবে কোম্পানিও প্রতি মাসে আপনার পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করছে কিনা সেটাও নজরে রাখতে হয়।
আপনার ইপিএফ অ্যাকাউন্টে (EPFO Balance Check) প্রতি মাসে টাকা ভাষা হচ্ছে কিনা তা খুব সহজেই চেক করা যায়। তবে শোনা যাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)-র ওয়েবসাইট হঠাৎ অকেজো হয়ে গিয়েছে। এরফলে বহু ইপিএফ গ্রাহকই ইপিএফও-র ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যালেন্স বা ই-পাসবুক দেখতে পাচ্ছেন না, এরফলে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। ফলে মাসিক বেতন থেকে পিএফ ফান্ডের জন্য টাকা কেটে নেওয়া হলেও, তা অ্যাকাউন্টে (PF Balance) জমা পড়ছে কিনা, তা জানতে পারছেন না গ্রাহকরা।
আরও পড়ুন – মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে! এক নজরে বন্ধের তালিকা দেখে নিন।
ইপিএফও গ্রাহকরা জানিয়েছেন ইপিএফও-র ওয়েবসাইটে গেলে বা ই-পাসবুক পেজে ক্লিক করলেই ৪০৪ এরর দেখাচ্ছে। আর সঙ্গে সঙ্গে এর একটি মেসেজও আসছে ‘নট ফাউন্ড,দ্য রিকোয়েস্টেড ইউআরএল/মেম্বার পাসবুক / লগইন নট ফাউন্ড অন দিজ সার্ভার’। এ বিষয়ে ইপিএফও-র তরফে জানানো হয়েছে সার্ভারের সমস্যার কারণে অনেক গ্রাহক এই সমস্যায় পড়ছেন। আপাতত ই-পাসবুক পরিষেবা ব্যবহার করা যাচ্ছে না।
গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এই মর্মে ইপিএফও-র তরফে মেসেজ করে জানানো হচ্ছে, “প্রিয় গ্রাহক, সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি খতিয়ে দেখছে। দয়া করে কিছু সময় অপেক্ষা করুন। দ্রুত এই বিষয়টির সমাধান করা হবে। অর্থাৎ গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখেই দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করছে ইপিএফও কর্তৃপক্ষ।
আরও পড়ুন – রেলের আপ ট্রেন এবং ডাউন ট্রেন কিভাবে নির্ধারণ করা হয়? ৯৯.৯৯% মানুষ জানে না |
আপনার পিএফের টাকা জমা পড়েছে কিনা, তা কীভাবে দেখবেন (EPFO Balance Check) এই বিষয় নিয়ে চিন্তিত কি? তাহলে চিন্তার কোনও কারণ নেই।কারন এক সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি পিএফের ওয়েবসাইটে না গিয়েও অ্যাকাউন্ট ব্যালেন্স (EPFO Balance Check) দেখতে পারবেন। কিভাবে দেখবেন দেখুন-
পিএফ ব্যালেন্স দেখার বিকল্প পদ্ধতিটি হল ( EPFO Balance check with uan number ).
বিগত দিন কয়েক ধরে ইপিএফও-র ওয়েবসাইট অকেজো থাকলেও আপনি উমঙ্গ অ্যাপে এসএমএস বা মিসড কলের মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্স চেক করতে পারেন।পদ্ধতিটি দেখুন-
এসএমএস-এর মাধমে:-
ইপিএফও-র গ্রাহকরা এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য রেজিস্টার করা ফোন নম্বর থেকে 7738299899- “EPFOHO UAN” লিখে মেসেজ করতে হবে।আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে এভাবে তা জানতে পারবেন।
মিসড কলের মাধ্যমে ( EPFO Balance check by SMS ).
আপনি নিজের রেজিস্টার করা নম্বর থেকে এই 9966044425 -এ মিসড কল দিতে পারেন।এই নম্বর থেকে মিসড কল দিলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ আসবে।মেসেজটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে।
এই দুটি সহজ পদ্ধতির মাধ্যমে আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা (EPFO Balance check) হচ্ছে কিনা।আপনার পিএফ অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিনা দেখে নিন।
আরও পড়ুন – আর পাবেন না LPG সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে বড়সড় পরিবর্তন।