Advertisement
চাকরির আপডেট

HPCL Recruitment: হিন্দুস্তান পেট্রোলিয়ামে দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক 25 হাজার টাকা বেতনে‌

HPCL Recruitment: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেসব প্রার্থীরা অনেকদিন চাকরির আশায় আছেন তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। আবেদন করার আগে প্রতিবেদনটি ভালো করে লক্ষ্য করুন। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এবং এই পদগুলির জন্য আবেদন প্রার্থীর কি বয়সের প্রয়োজন ও এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন কত ? এই পদগুলিতে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া এসব তথ্য রয়েছে এই প্রতিবেদনে।

বয়সসীমা, শূন্যপদ এবং বেতন

বয়স : এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। SC/ST ৫ বছর ও OBC প্রার্থীরা 3 বছর এবং 10 বছর বয়সের ছাড় পাবেন
শূন্যপদ : এই পদগুলিতে মোট শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 25000 টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন – Honorary Health Worker: মাধ্যমিক পাশে উলুবেরিয়া পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ মোট 33 টি শূন্যপদে

নিয়োগ প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ

নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নাম্বার ও ইন্টারভিউ এর কাট অফ অনুযায়ী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : 13/01/2024 তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে 60% মোট নম্বর সহ সিভিল/মেকানিক্যাল/কেমিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইন্সট্রুমেন্টেশন/কম্পিউটার সায়েন্স/আইটি/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং SC/ST/SC/ST/PwD প্রার্থীরা 50% নাম্বারের প্রয়োজন।

আরও পড়ুন – SAIL Recruitment: রাজ্যের স্টিল কোম্পানিতে টেকনিশিয়ান সহ ভিন্ন পদে কর্মী নিয়োগ 46 টি শূন্যপদে

জানুন আবেদন পদ্ধতি

১) এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।
২) তারপর পুনরায় লগইন করে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
৩) এবং সর্বশেষে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস চাইবে সেগুলি সঠিকভাবে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে প্রার্থীরা এই Email ID: apprentices@hpcl.in
Phone Number: 033-66095239 নাম্বারে যোগাযোগ করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ১৩-০১-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদনের লিঙ্কClick Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.jobs.hpcl.co.in

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button