নতুন নিয়োগের খবর! ডাক বিভাগে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

India Post Office Reqruitment- আপনি কি একজন বেকার প্রার্থী, কোন চাকরির খোঁজ করছেন। কিন্তু চারিদিক হন্যে হয়ে ঘুরেও কোন চাকরির খোঁজ পাচ্ছেন। এর কারন হল আপনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তাই হাজার চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। আপনি যদি কম পড়াশোনা জানেন তাহলে আপনার জন্য দারুন একটি সুখবর রয়েছে। এই চাকরির জন্য বেশি পড়াশোনা করার দরকার নেই। আপনি অষ্টম শ্রেণী পাশ কী?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

তাহলে আপনার জন্য একটি চাকরির সুযোগ রয়েছে। নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগ কর্তৃক কর্মী নিয়োগ করা হবে। হ্যা নতুন করে ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি ( India Post Office Reqruitment) লেভেলের পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।আপনার শিক্ষাগত যোগ্যতা যদি নূন্যতম হয়ে থাকে তাহলে আপনি এই চাকরির সুযোগ হাতছাড়া না করবেন না।এই চাকরি সমন্ধে বিস্তারিত জেনে নিন-

পদের নাম – ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – পোস্ট অফিসের সংশ্লিষ্ট পদে আবেদন করতে নুন্যতম অষ্টম পাশ যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি উল্লেখিত পদের সঙ্গে সম্পর্কীত সংশ্লিষ্ট ট্রেড কোর্স কমপ্লিট করতে হবে।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীর বয়স সীমা নূন্যতম 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে।এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন – প্রতি মাসে 19,900 – 62,300 টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – অফলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদনের করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তারপর ৩নং পৃষ্ঠায় আবেদন ফর্ম দেওয়া রয়েছে সেটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। সেই ফর্মটি নির্দেশ মতো পূরণ করে শেষে নিজের সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামের ভিতর ঢুকিয়ে জমা করতে হবে।

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে-
১) বয়সের প্রমাণপত্র,
২) শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস,
৩) পাসপোর্ট সাইজের ছবি,
৪) জাতিগত সংশয় পত্র,
৫)অভিজ্ঞতা,
৬) অন্যান্য জরুরি ডকুমেন্টস,
৭) পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস,

আরও পড়ুন- RRB Railway Group-D – ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় 37,000 শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.