ইন্টারভিউ প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না, জানেন কি?

Advertisement

প্রত্যেকেই চাকরি করার স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন দেখলেই তো আর এতো সহজে চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে হলে অনেক পরিশ্রমও করতে হয়। চাকরির জন্য প্রার্থীদের নানা রকম পরীক্ষা দিতে হয়। আর এদেশে চাকরি প্রার্থীর সংখ্যাটাও নেহাৎ কম নয়। তাই চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলে। চাকরি প্রার্থীদের সাফল্যের শিখরে পৌঁছানোটা বেশ মুশকিল হয়ে পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

যে কোন চাকরির জন্য প্রথমে হয় লিখিত পরীক্ষা। এই লিখিত পরিক্ষা উতরোলে ইন্টারভিউ (Interview Question) নেওয়া হয়। তবে ইন্টারভিউ দিতে গিয়েও অনেকেই ঘাবড়ে যান। ইন্টারভিউ পর্বে পরীক্ষার্থীকে নানান প্রশ্ন করা হয়। ইন্টারভিউতে প্রচুর পরীক্ষার্থী অংশ নিলেও সফল হতে পারেন খুব কম সংখ্যক। কারন এই ইন্টারভিউ পর্বে একাধিক এমন প্রশ্ন করা হয় যা শুনে থতমত খেতে হয়।

ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকে না জানেন কি?

Advertisement

ইন্টারভিউ হলো সবচেয়ে উত্তম জায়গা যেখানে নিজের জ্ঞান এবং প্রজ্ঞাকে অন্যের সামনে পেশ করা হয়। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীর নিজের জ্ঞান জাহির করা সম্ভব হলেও ইন্টারভিউতে তৎক্ষণাৎ বুদ্ধি দরকার পড়ে। ইন্টারভিউ এর প্রশ্নগুলো (Interview Question) বেশ জটিল হয়। অবশ্য জটিল না বলে সেগুলোকে বিভ্রান্তিকর প্রশ্ন বলাই বেশি ভালো হবে। পরীক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভ্রান্তিজনক প্রশ্ন করা হয়। তবে একটু ভেবে চিনতে উত্তর দিলেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাই আজ আমরা সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি।

Advertisement

কিছু ইন্টারভিউ প্রশ্ন (Interview Question) দেখুন

১) প্রশ্ন:- রক্তে কত শতাংশ রক্ত কনিকা থাকে?
উত্তর:- ৪৫ শতাংশ।

২) প্রশ্ন:- দ্য গ্রেট আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
উত্তর:- ম্যাসিডন।

৩) প্রশ্ন:- কোন রাজ্যকে সমুদ্রের সমুদ্রের দান বলা হয়?
উত্তর:-কেরালা।

৪) প্রশ্ন:+রঙিন টিভি কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর:-১৯৪৪ সালে।

৫) প্রশ্ন:- রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
উত্তর:-ফ্রেয়ন।

৬) প্রশ্ন:- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর:- বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল সুপার কম্পিউটার জাপানের ‘ফুকাগুর কম্পিউটার’।

৭) প্রশ্ন:- চাঁদের সবচেয়ে বড় গর্ত টির নাম কি?
উত্তর:- ক্লেভিয়াস।

৮) প্রশ্ন:- কোন পাখি সাঁতার কাটতে পারে, কিন্তু উড়তে পারে না?
উত্তর:- পেঙ্গুইন।

৯) প্রশ্ন:- এমন কোন পাথর যা জলের উপর ভাসে?
উত্তর:- পিউমিস পাথর জলের উপরে ভাসে।

১০) প্রশ্ন:- এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ কোনটি?
উত্তর:- ফিলিপাইন।

১১) প্রশ্ন:- কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড ও দুটি মস্তিষ্ক রয়েছে?
উত্তর:- অক্টোপাস।

১২) প্রশ্ন:- চাঁদে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে কোন সংস্থা?
উত্তর:- মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

১৩) প্রশ্ন:- কোন তারিখে পৃথিবীর দিনরাত্রি সমান হয়?
উত্তর:- ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।

১৪) প্রশ্ন:- বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?
উত্তর:- ইসরায়েল।

১৫) প্রশ্ন:- কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না?
উত্তর:- মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে মেয়েদের বিয়ে হয় না।

ইন্টারভিউ প্রশ্ন: এমন কি জিনিস আছে যা ছেলেদের বড় হয় আর মেয়েদের বড় হয় না?

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Advertisement