Advertisement

ইন্টারভিউ প্রশ্ন: এমন কি জিনিস আছে যা ছেলেদের বড় হয় আর মেয়েদের বড় হয় না?

ইন্টারভিউ প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ খুবই একটি গুরুত্বপূর্ণ পরিক্ষা। সরকারি হোক বা বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই এর জন্য ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ একটা যুদ্ধক্ষেত্রের মতো যার জন্য আগে থেকে সঠিক পথে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

Advertisement

অনেক চাকরি প্রার্থী লিখিত পরীক্ষাতে সফল হলেও ইন্টারভিউতে সাফল্য লাভ করতে পারেন না। আর এর কারণ হল ইন্টারভিউ এর জন্য উপযুক্ত প্রস্তুতি তিনি নেননি। উপযুক্ত প্রস্তুতিতে খামতি থেকে যাওয়ার কারনেই সফল হতে পারেন না। তবে লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর আপনি যদি সঠিকভাবে ইন্টারভিউ এর প্রস্তুতি নেন তাহলে অনায়াসে সাফল্য পেতে পারেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

চাকরি প্রাপ্তির অন্তিম ধাপ হল ইন্টারভিউ। তাই ইন্টারডিউয়ের প্রস্তুতি সব থেকে সেরা হওয়া চাই। বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও নানা প্রশ্ন করেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত।

প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। একটু ভেবে উত্তর দিলেই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব।আপনি কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন কি? ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই ধরনের কিছু প্রশ্ন ও তার উত্তর দেখে নিন-

১)প্রশ্ন:- কোন প্রাণী এক সপ্তাহ শ্বাস ধরে রাখতে পারে?

উত্তর:- বিছে হল এমন একটি প্রাণী যে এক সপ্তাহ ধরে শ্বাস ধরে রাখতে পারে।

২) প্রশ্ন:-পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।

৩) প্রশ্ন:- ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্ৰী কে?

উত্তর:-জগমোহন রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)।

৪) প্রশ্ন:- ভারতে প্রথম জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা কোথায় শুরু হল?

উত্তর:- কলকাতা।

৫) প্রশ্ন:-জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?

উত্তর:- JAXA (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)।

৬)প্রশ্ন:- হীরে বা সোনার ভর মাপতে কোন একক ব্যবহৃত হয়?

উত্তর:- ক্যারেট।

৭) প্রশ্ন:- সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহটির নাম কি?

উত্তর:-ইউরেনাস (-২২৪° সে.)।

৮) প্রশ্ন:- ভারতের কখন পশ্চিম ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়?

উত্তর:- শীতকালে।

৯) প্রশ্ন:- ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?

উত্তর:- জিম করবেট (উত্তরাখণ্ড, নৈনিতাল)।

১০)প্রশ্ন:- ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি?

উত্তর:-ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরিবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত।

১১)প্রশ্ন:- সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?

উত্তর:-সাঁওতাল বিদ্রোহ।

১২)প্রশ্ন:- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদন হয় ?

উত্তর:- গুজরাট।

১৩)প্রশ্ন:- কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেলো?

উত্তর:- মধ্যপ্রদেশ

১৪) প্রশ্ন:- পশ্চিমবঙ্গের সবচেয়ে কোনটি?

উত্তর:-দক্ষিণ ২৪ পরগনা।

১৫)প্রশ্ন:-এমন কি জিনিস আছে যা ছেলেদের বড় হয়, কিন্তু মেয়েদের বড়ো হয় না?

উত্তর:- গোফ, যা ছেলেদের বড়ো হয় কিন্তু মেয়েদের বড়ো হয় না।

আরও পড়ুন – শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে বিদ্যুৎ দপ্তরে বিরাট নিয়োগ হতে চলেছে! এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

Related Articles

Back to top button