Interview Questions – এমন কোন জিনিস ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায় জানেন কি? উত্তর টি জেনেনিন।

Advertisement

Interview Questions – এখন চাকরির অবস্থা এতোটাই খারাপ যে একটি পোস্টের জন্য কয়েক হাজার অ্যাপলিকেশন জমা পরে। তাই এখন চাকরি পাওয়া সহজ ব্যাপার নয়। বেশিরভাগ চাকরির ক্ষেত্রে প্রথমে লিখিত পরিক্ষা হয়। লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের (Interview Questions) জন্য ডাকা হয়। একটি ভালো ইন্টারভিউ যেমন আপনাকে সাফল্য এনে দিতে পারে, তেমনি ইন্টারডিউতে করা কোন ভুলের কারণে আপনার সারাজীবনের স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয়। তাই পরীক্ষার্থীদের এই বিষয়গুলি খুব ভালোভাবে মনে রাখতে হয়। ইন্টারভিউ চলাকালীন অনেক সময় প্রার্থীদের মনোযোগ নষ্ট করার জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। আসলে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন (Interview Questions) করা হয়। এই প্রশ্নগুলিকে এমনভাবে ঘুরিয়ে করা হয়, যাতে তারা বিভ্রান্ত হয়ে সব গুলিয়ে ফেলে। এমনি কিছু বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর (Interview Questions) জেনে নেওয়া যাক-

মোরারজি দেশাই
  • ১) প্রশ্ন:-শরীরের এমন কোন অঙ্গ, যা শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কখনও বাড়ে না?
    উত্তর:- চোখ।
  • ২) প্রশ্ন:- ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
    উত্তর:- মোরারজি দেশাই।
  • ৩) প্রশ্ন:- ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
    উত্তর:- সিকিম (পশ্চিমবঙ্গের সাথে), মেঘালয় (আসামের সাথে)।
  • ৪) প্রশ্ন:- মানবদেহের সব থেকে বড় অঙ্গ (Organ) কোনটি?
    উত্তর:- ত্বক (Skin)
  • ৫) প্রশ্ন:- পঞ্চমবেদ কাকে বলা হয়?
    উত্তর:-মহাভারতকে।
  • ৬) প্রশ্ন:- কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়?
    উত্তর:- ১৯৩৭ সালে।
  • ৭) প্রশ্ন:- UNESCO এর সদর দপ্তর কোথায়? –
    উত্তর:- প্যারিস।
Advertisement

আরও পড়ুন – Interview Questions – ভারত-চিন সীমান্তে কোনো মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?

Advertisement
  • ৮) প্রশ্ন:- কার মৃত্যুদিনে ভারতে ‘Anti Terrorism Day’ পালন করা হয়?
    উত্তর:- রাজীব গান্ধী।
  • ৯)প্রশ্ন: ‘ভারতরত্ন’ কোন জাতীয় পুরস্কার?
    উত্তর:- অসামরিক পুরস্কার
  • ১০) প্রশ্ন:- সোনালী বিপ্লব কাকে বলে?
    উত্তর:- ফল ও মধুর অধিক উৎপাদনকে সোনালী বিপ্লব বলে।
  • ১১) প্রশ্ন:- দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
    উত্তর:- কবি কাজী নজরুল ইসলাম।
  • ১২)প্রশ্ন:- ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?
    উত্তর:- আলেক্সজান্ডার।
কবি কাজী নজরুল ইসলাম
  • ১৩)প্রশ্ন:- কোন দেশকে রামধনুর দেশ (Rainbow Country) বলা হয়?
    উত্তর:- দক্ষিণ আফ্রিকা।
  • ১৪) প্রশ্ন:- ভারতের যোগের শহর (Yoga City ) কাকে বলা হয়?
    উত্তর:- ঋষিকেশ।
  • ১৫)প্রশ্ন:- এমন কোন জিনিস ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায়?
    উত্তর:- লুডু খেলার সময় (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে ছেলে ও মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল)।

আরও পড়ুন – ইন্টারভিউ প্রশ্ন: কী না থাকলে মেয়েদের বিয়ে হয় না, জানেন কি?

Advertisement