Advertisement
factsEducation

ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকে না জানেন কি?

যে কোন চাকরির পরীক্ষায় সার্বিক সাফল্য নির্ভর করে ভাল উত্তর লেখার পাশাপাশি ভাল ইন্টারভিউ দেওয়ার উপরেও। লিখিত পরিক্ষার থেকেও ইন্টারভিউ দিতে অনেকে ভয় পায়। যে উত্তরটা খাতায় কলমে ক্র্যাক করতে বিন্দুমাত্র সময় লাগে না, সেটা সামনা সামনি দিতে গিয়ে অনেকেই কুপোকাত হয়ে পড়ে। এর কারন হল ইন্টারভিউরে প্রার্থীকে সশরীরে বিচার করা হয়।

চাকরির পরীক্ষায় ইন্টারভিউ পর্ব হল অন্তিম পর্ব। এই চাকরির জন্য আপনি কতটা উপযুক্ত তার প্রমাণ আপনাকে ইন্টারভিউতে পাঁচ থেকে দশ মিনিট সময়ের মধ্যে দিতে হবে। এই পর্বটি পার করলেই চাকরি নিশ্চিত হয়। একটি ভালো ইন্টারভিউ এর প্রস্তুতি আপনাকে যেমন সাফল্য এনে দিতে পারে, তেমনি ইন্টারডিউতে করা কোন ভুলের কারণে আপনার সারা জীবনের স্বপ্নকে নষ্ট করে দিতে পারে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

তাই চাকরি পাওয়ার জন্য ইন্টারডিউ এর প্রস্তুতিও খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের মনোযোগ নষ্ট করার জন্য অনেক সময় এমন কিছু প্রশ্ন করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। তবে এর উত্তর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। কিন্তু প্রার্থীরা ঘাবড়ে যাওয়ার কারনে অনেক সময় সঠিক উত্তর দিতে পারে না। আসলে প্রার্থীদের উপস্থিত বুদ্ধি জানার জন্যই এই ধরনের প্রশ্ন করা হয়। আজ আমরা সে রকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব-

১)প্রশ্ন:-কোন রাজ্যকে সমুদ্রের সমুদ্রের দান বলা হয়?

উত্তর:- কেরালা।

২)প্রশ্ন:-বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন?

উত্তর:- বল্লাল সেন।

৩)প্রশ্ন:-ভারতের প্রথম কোন গায়ক / গায়িকা পদ্মভূষণ
পুরস্কার পান?

উত্তর: – লতা মঙ্গেশকর।

৪)প্রশ্ন:-কোন গাছকে দক্ষিণ ভারতের সবুজ সনা বলা হয়?

উত্তর:- নারকেল গাছ।

৫)প্রশ্ন:-হাম্পি শহরের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া যায়?

উত্তর:- কর্ণাটক।

৬)প্রশ্ন:- নাসিক কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- গোদাবরী।

৭)মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি?

উত্তর: – ত্বক।

৮)প্রশ্ন:-চাঁদের মাটিতে কোন মৌলটি পাওয়া গিয়েছে?

উত্তর:- টাইটেনিয়াম ।

৯) প্রশ্ন: ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় পশু?

উত্তর:- অস্ট্রেলিয়া।

১০) প্রশ্ন:-কোন জিনিসের ছায়া নেই?

উত্তর:- রাস্তা।

১১) প্রশ্ন:- কোন জিনিস জন্মের সাথে সাথে উড়তে শুরু করে?

উত্তর:- ধোঁয়া।

১২) প্রশ্ন:- সেই জিনিস কি যা একজন নারী দেখায় এবং পুরুষ লুকিয়ে রাখে?

উত্তর:-পার্স বা মানিব্যাগ।

১৩) প্রশ্ন:- বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ কি?

উত্তর:- বিবাহ।

১৪) প্রশ্ন:- একজন মানুষের এমন কি জিনিস, যা প্রতি বছর বাড়ে?

উত্তর:- বয়স।

১৫) প্রশ্ন:- এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে,কিন্তু ছাত্র থাকেনা?

উত্তর:- গার্লস স্কুল। এখানে ছাত্রী থাকে, কোনও ছাত্র থাকেনা (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।

আরও পড়ুন – ইন্টারভিউ প্রশ্ন: এমন কি জিনিস আছে যা ছেলেদের বড় হয় আর মেয়েদের বড় হয় না?

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button