Advertisement

ISRO Recruitment: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO-তে কর্মী নিয়োগ। আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন

ISRO Recruitment: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় প্রচুর পরিমাণে শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে জেনে আবেদন করুন। যে যে পদে কর্মী নিয়োগ হবে 1) বিজ্ঞানী/প্রকৌশলী-এসসি, 2) কারিগরী সহকারী, 3) বৈজ্ঞানিক সহকারী, 4) বৈজ্ঞানিক সহকারী, 5) গ্রন্থাগার সহকারী, 6) টেকনিশিয়ান ও ‌ ড্রাফটসম্যান, 7) ফায়ারম্যান, 8) রান্না, 9) হালকা যানবাহনের চালক , 10) ভারী যানবাহনের চালক। এবার জেনেনিন কোন পদে কত গুলো শূন্যপদ রয়েছে।

1. বিজ্ঞানী/প্রকৌশলী-এসসি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনকারীদের M.E/M.Tech/M.Sc (Engg) বা প্রাসঙ্গিক বিষয়ে সমতুল্য ন্যূনতম 60% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: এই পদে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: বিজ্ঞানী/প্রকৌশলী-এসসি পদে মোট 3টি শূন্যপদ রয়েছে। এই পদে শুধুমাত্র SC প্রার্থীরা আবেদনযোগ্য।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 10 অনুসারে দেওয়া হবে।.

2. বিজ্ঞানী/প্রকৌশলী-এসসি

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে B.Sc বিষের উপর 65% নাম্বার যোগ্যতার প্রার্থীর আবেদনযোগ্য।
বয়সসীমা: এই পদে আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: এই বিজ্ঞানী/প্রকৌশলী পদে 2টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 10 অনুসারে দেওয়া হবে।

3. কারিগরী সহকারী

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃতি কোন প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ের উপর গ্রেজুয়েশন করতে হবে।
বয়সসীমা: এই পদে আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: এই পদে মোট 55 টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 7অনুসারে বেতন দেওয়া হবে।

4. বৈজ্ঞানিক সহকারী-

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে B.Sc বিষের উপর 65% নাম্বার যোগ্যতার প্রার্থীর আবেদনযোগ্য।
বয়সসীমা: এই পদে আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: গ্রন্থাগার সহকারী পদে মোট 6টি শূন্যপদ রয়েছে।
‌বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 7অনুসারে বেতন দেওয়া হবে।

5. গ্রন্থাগার সহকারী-

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে
বয়সসীমা: এই পদে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: গ্রন্থাগার সহকারী পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 7অনুসারে বেতন দেওয়া হবে।

6. টেকনিশিয়ান ও ‌ ড্রাফটসম্যান-

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে NCVT থেকে প্রাসঙ্গিক ট্রেডে SSLC/SSC/Matriculation + ITI/NTC/NAC বিষয় ডিগ্রী অর্জন করতে হবে।
বয়সসীমা: এই পদে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: ড্রাফটসম্যান পদে মোট 142 টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 3 অনুসারে বেতন দেওয়া হবে।

7. ফায়ারম্যান-

শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য আবেদন প্রার্থীকে এসএসএলসি/এসএসসি পাস করতে হবে।
বয়সসীমা: আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: এই ফায়ারম্যান পদে মোট 3টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

8. রান্নার পদে-

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে SSLC/SSC করতে হবে এবং যেকোনো হোটেল বা ক্যান্টিনে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: রান্নার প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: এই রান্নার পদে মোট 4টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

9. হালকা যানবাহনের চালক-

শিক্ষাগত যোগ্যতা: SSLC/SSC পাস করতে হবে এবং হালকা যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়সসীমা: এই পদে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: হালকা যানবাহনের চালক পদে মোট 6টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

10. ভারী যানবাহনের চালক-

শিক্ষাগত যোগ্যতা: আবেদন ক্ষেত্রে আবেদনকারীর SSLC/SSC পাস ও 5 বছরের অভিজ্ঞতা ভারী যানবাহন চালক হিসাবে ন্যূনতম 03 বছর এবং হালকা মোটর চালানোর ব্যালেন্স পিরিয়ডের অভিজ্ঞতা থাকতে হবে। এই যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে।
বয়সসীমা: এই পদে আবেদন প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ: ভারী যানবাহনের চালক পদে মোট 2টি শূন্যপদ রয়েছে।
বেতন: এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সরকারি লেবেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের www.isro.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ : এই পদগুলিতে প্রার্থীরা 16/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

Official Website- Click
Official Notification PDF : Download

Related Articles

Back to top button