রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হলো। এই নতুন চাকরিতে আবেদন জানাতে পারবেন বাংলার যে কোনো প্রান্তের যুবক যুবতীরা (WB Recruitment 2024)। বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে (WB Recruitment 2024) কর্মী নিয়োগ হবে। এই পদের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন? যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কিভাবে? নির্দিষ্ট পদটির জন্য আবেদন পদ্ধতি কি? কবে পর্যন্ত আবেদন?সমস্ত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। তাই আপনিও যদি আবেদন জানাতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে WB Recruitment 2024 Notification
পশ্চিমবঙ্গের খ্যাতনামা ইউনিভার্সিটি যাদবপুরের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। এই পদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন। এই যোগ্যতা থাকলে আপনিও সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। বাংলার চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের স্বাগত। পুরুষ এবং মহিলা যে কোনো প্রার্থী আবেদনযোগ্য। আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানা যাক।
শিক্ষাগত যোগ্যতা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হবে। যারা আবেদন জানাবেন বলে ভাবছেন, তাঁদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারীর কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা – এই নিয়োগে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। যদিও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন জানাবেন কিভাবে?
এই নিয়োগ প্রক্রিয়ায় আলাদা করে আবেদন জমা করার দরকার নেই। কারণ, এখানে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। চাকরিপ্রার্থীকে মন দিয়ে ইন্টারভিউতে অংশ নিতে হবে। আপনি যদি যোগ্য হন, তাহলে চাকরি পেয়ে যাবেন।
চাকরিপ্রার্থীকে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে নিতে হবে। নিজের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, তাঁর অভিভাবকের নাম, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য উল্লেখ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবেন।
ইন্টারভিউর তারিখ
ইন্টারভিউটি আয়োজিত হবে আগামী ২২ জুলাই তারিখে। রিপোর্টিং টাইম সকাল ১১ টা। প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ নেওয়া হবে সকাল সাড়ে ১১ টাকা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF
Official Website – https://jadavpuruniversity.in/