গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ভারতে 5G লঞ্চ হয়েছে।আর এর পর থেকেই টেলিকম কোম্পানিগুলি একের পর এক শহরে তাদের নেটওয়ার্ক সার্ভিস পৌঁছে দিয়েছে। 5G নেটওয়ার্ক লঞ্চ হওয়ার পর থেকেই Reliance Jio ও Bharti Airtel দেশের অধিকাংশ জায়গায় বিনামুল্যে হাই-স্পিড নেটওয়ার্কের সুবিধা দিয়েছে। আর সেই থেকে এখনও অবধি এই দুই সংস্থার গ্রাহকরা বিনা খরচে আনলিমিটেড হাই-স্পিড ডেটা ব্যবহার করছেন।
ভারতের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লির মতো দেশের বড়ো বড়ো শহরগুলিতে 5G নেটওয়ার্ক রয়েছে।গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের 4G সিম মারফতই হাই- স্পিড 5G সার্ভিস ব্যবহার করতে পারছেন। তবে খুব শীঘ্রই এই সুবিধা বন্ধ হতে পারে। সুত্রের খবর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI খুব শীঘ্রই জিও এবং এয়ারটেল প্ল্যানে আনলিমিটেড 5G Data অফার বন্ধ করতে পারে।
এই ফ্রি পরিসেবা বন্ধের কারন হল Vodafone Idea, তার দুই প্রতিদ্বন্দ্বী Jio ও Airtel-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এই ফ্রি 5G Data অফারের ফলে ভোডাফোন-সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলির ব্যাপক ক্ষতি হতে পারে বলে অভিযোগ জানিয়েছে। আর তার প্রেক্ষিতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ওরফে TRAI এই বড়সড় পদক্ষেপটি নেওয়ার কথা ভাবছে।
আরও পড়ুন – স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়াই এবার থেকে UPI পেমেন্ট করতে পারবেন, কীভাবে বিস্তারিত জানুন
Vi ঠিক কী অভিযোগ করেছে?
রিলায়েন্স জিও এবং এয়ারটেল দুটি সংস্থারই টেলিকম সার্কেলে 30% শেয়ার রয়েছে। দুই সংস্থাই 4G রিচার্জের ভিত্তিতেই 5G পরিষেবা অফার করছে। অর্থাৎ 5G-র জন্য গ্রাহকদের কাছে আলাদা করে কোনও টাকা চার্জ করা হচ্ছে না। এই বিষয়টিকেই খুব একটা ভাল চোখে দেখছে না ভোডাফোন আইডিয়া। এই ফ্রি অফারের কারনে তাদের ব্যবসার ক্ষতি হবে, সেই আশঙ্কার কথা জানিয়েই TRAI-এর কাছে Vi অভিযোগ করেছে।
Vi-এর অভিযোগের ফলে TRAI কঠিন সিদ্ধান্ত নিতে পারে?
Vi-এর সেই অভিযোগের ভিত্তিতেই TRAI এবার জরুরি পদক্ষেপ নিতে চলেছে। অর্থাৎ Jio এবং Airtel এর এই বিনামূল্যে দেওয়া 5G ডেটা অফারিংয়ের বিষয়টি বন্ধ করতে পারে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী TRAI খুব শীঘ্রই এই বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে। অতএব খুব শীঘ্রই TRAI এই বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করতে পারে।
TRAI-এর সিদ্ধান্তের কারনে কী পরিবর্তন হতে পারে?
TRAI-এর তরফ থেকে বলা হয়েছে ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অনুযায়ী Jio এবং Airtel কখনই তার কাস্টমারদের সম্পূর্ণ বিনামূল্যে ডেটা অফার করতে পারে না। অর্থাৎ এটির ন্যায্য ব্যবহার নীতির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে Jio এবং Airtel-কে ডেটার একটা সীমা বেঁধে দিয়েই তারপরে 4G প্ল্যানে 5G অফার করতে হবে। এর পাশাপাশি 4G-র মতোই দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে 5G-র ক্ষেত্রেও ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।যখন ডেটার ব্যবহার 50%, 90% এবং 100% হয়ে যাবে তখন টেলিকম সংস্থাগুলিকে এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
বর্তমানে Airtel এবং Jio দুই সংস্থাই ভারতে প্রায় ৩ হাজারেরও বেশি শহরে তাদের 5G নেটওয়ার্ক চালু করে ফেলেছে। আর Airtel এবং Jio এখনও পর্যন্ত তাদের ট্যারিফ খরচ বাড়ায়নি।কিন্তু ভোডাফোন আইডিয়া তথা ভিআই (Vi) এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি। সেই কারনেই হয়ত দেশের শীর্ষস্থানীয় দুই টেলকোর বিরুদ্ধে ভিআই অভিযোগ জানিয়েছেন। ভিআই এর অভিযোগের ভিত্তিতে রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া শীঘ্রই এই বিষয় নিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারে।
আরও পড়ুন – Jio Recharge Plan – মাত্র 81 টাকার রিচার্জে unlimited কলিং ও হাই স্পিড ডেটাও পাওয়া যাবে