Kisan Credit Card – কৃষকদের আরও বড়ো খবর! বড় সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, পাবেন ৩ লক্ষ টাকা পর্যন্ত

কৃষকদের মুখে ফুটবে হাঁসি। বড় সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার আরো বেশি ঋণ পাওয়া যাবে কিষাণ ক্রেডিট কার্ডে (Kisan Credit Card)। কৃষকদের জন্য চালু করা বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে কেন্দ্রের কিষাণ ক্রেডিট কার্ড অন্যতম স্কিম। সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হত এর মাধ্যমে কোনো রকম গ্যারেন্টার ছাড়াই। দেশের কৃষিকাজ তথা কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন হল এর প্রধান লক্ষ্য।
এবার ২০২৫-২৬ এর কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ডে (Kisan Credit Card 2025) ৩ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা করে ঋণ দেয়া হবে যোগ্য কৃষকদের। সেই সঙ্গে থাকবে আরো কিছু উপরি সুবিধা। কারা নিতে পারবেন এই ঋণ? এর জন্য কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? ইত্যাদি বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদন।
আরও পড়ুন – SIR 2025 – ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু পশ্চিমবঙ্গে? কাদের নাম বাদ পড়তে পারে?
Kisan Credit Card নতুন সুবিধা কী?
এই নতুন নীতিমালার আওতায়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মূল কৃষিভিত্তিক অঞ্চলের কৃষকেরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন সহজ শর্তে। ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো গ্যারেন্টার বা জামানতের প্রয়োজন হবে না। তবে ৩ লক্ষ টাকার ঊর্ধ্বে ঋণ নিতে হলে জমির নথি বা অন্যান্য সম্পত্তির দলিল জমা দিতে হবে।
সুদের হার ও ছাড়: সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ৭ শতাংশ বার্ষিক সুদের হারে এই ঋণ দেওয়া হবে। তবে যদি ঋণ সময়মতো পরিশোধ করা হয়, তাহলে কৃষকরা পাবেন ৩ শতাংশ সুদ ছাড়। অর্থাৎ, কার্যত সুদের হার দাঁড়াবে মাত্র ৪ শতাংশ।
অতিরিক্ত সুবিধা – এই স্কিমের অধীনে কৃষকরা পেয়ে যাবেন ডেবিট কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY), ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (PAIS) এবং প্রাকৃতিক দুর্যোগে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা। এছাড়াও, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঋণ পরিশোধের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন – PM Kisan 20th installment- পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা পাবেন এবার এই কৃষকরা
কারা আবেদন করতে পারবেন?
১. যেকোনো ভারতীয় নাগরিক যিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত।
২. কৃষক, ভাড়াটে চাষি, শেয়ার ক্রপার, স্বনির্ভর গোষ্ঠী (SHG), যৌথ দায়বদ্ধ গোষ্ঠী (JLG)-এর সদস্যরা।
৩. ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
যে নথিগুলি লাগবে আবেদন করতে
১. আধার কার্ড / ভোটার কার্ড
২. প্যান কার্ড
৩. জমির মালিকানার প্রমাণ
৪. জমির পরিমাণ ও ফসলের ধরন সংক্রান্ত তথ্য
৫. ঠিকানা ও বয়সের প্রমাণপত্র
আবেদন কোথায় করবেন?
যোগ্য কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ডের (Kisan Credit Card) জন্য আবেদন করতে পারবেন যেকোনো রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকে (যেমন SBI, PNB, ICICI, ইত্যাদি)। আবেদন করা যাবে সরাসরি ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে। অফলাইনে আবেদন করলে ৩-৪ দিনের মধ্যেই ব্যাংক কৃষকের সঙ্গে যোগাযোগ করে।



