Honorary Health worker Recruitment: KMC-এর স্বাস্থ্য বিভাগের অধীনে অনারারি হেলথ ওয়ার্কার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব বিধবা, তালাকপ্রাপ্ত মহিলারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর এবং সুবর্ণ সুযোগ নিয়ে আজকের এই প্রতিবেদনে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদনের আগে আবেদন পদ্ধতির সংক্রান্ত খুঁটিনাটি বিষয় জেনে নিন।
Honorary Health worker Recruitment Notification
Advertisement No. | H/07/KMC/2023-24 |
নিয়োগকারী সংস্থা | Kolkata Municipal Corporation |
পদের নাম | অনারারি হেলথ ওয়ার্কার্স (Honorary Health Worker) |
মোট শূন্যপদ | 118 টি |
আবেদন শেষ তারিখ | 29/02/2024 |
KMC Honorary Health worker Recruitment 2024
বয়সসীমা : Honorary Health worker Recruitment-এই পদে 01/01/2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড়ে আছে। সংরক্ষিত SC/ST/OBC-A/OBC-B ক্যাটাগরির প্রার্থীরা বয়েসের নিম্নতর ছাড় হিসাবে 22 বছর থেকে এই পদে আবেদন জানাতে পারবে।
শূন্যপদ: এই অনারারি হেলথ ওয়ার্কার্স (Honorary Health worker Recruitment) পদে 118 টি শূন্যপদে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীকে কাজের পারিশ্রমিক হিসাবে মাসিক 4500 টাকা দেওয়া হবে।
Education qualification for HHW Recruitment
এই পদের জন্য আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃতি যেকোনো বিদ্যালয়ে থেকে মাধ্যমিক পাস (Madhyamik Pass Jobs) করতে হবে। মাধ্যমিক পাশ ছাড়া উচ্চ যোগ্যতার প্রার্থীরাও এই পদে (Honorary Health worker Recruitment) আবেদন জানাতে পারবে। উচ্চ যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রেও শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা বা সমমানের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। উপরিক্ত অভিজ্ঞতা সহ আবেদন প্রার্থীদের সামাজিক সেবা প্রদানের অনুপ্রেরণা বা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া শুধুমাত্র বিবাহিত /বিধবা / তালাকপ্রাপ্ত মহিলারা এই পদে আবেদন জানাতে পারবে।
How to apply Honorary Health worker Recruitment
আবেদন পদ্ধতি : এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
- ১) আবেদনের জন্য প্রথমে KMC ওয়েবসাইট www.kmcgov.in এই লিংকে যেতে হবে।
- ২) তারপর External User login অবসেশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
- ৩) লগইনের পর যে আবেদনপত্র আসবে সেটি নিজের যাবতীয় সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় নথিপত্রগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। এভাবেই এই পদে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট (HHW Recruitment documents required)
এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের নিচের ডকুমেন্টগুলি থাকতে হবে।
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড/পাস সার্টিফিকেট থাকতে হবে।
- আবাসিক ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড/ভোটার আইডি/রেশন কার্ড ইত্যাদি থাকতে হবে।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট ।
- সাব দ্বারা জারি করা শংসাপত্র অনুসারে SC/ST/OBC-(A/B) প্রার্থীদের জাত শংসাপত্র ৷
- বিয়ের শংসাপত্র/ভোটার আইডি/রেশন কার্ড/আধার কার্ড ।
- বিধবাদের জন্য স্বামীর মৃত্যু শংসাপত্র এবং বিবাহবিচ্ছেদের জন্য মাননীয় আদালতের আদেশ সার্টিফিকেট থাকতে হবে।
Honorary Health worker Recruitment-এর নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া : বাছাই পরীক্ষা, যাচাইকরণ এবং ইন্টারভিউর পর যোগ্য প্রার্থীদের এই পদে নিযুক্ত করা হবে। আবেদনকারীদের এক বছর চুক্তিভিত্তিক এই পদে নিযুক্ত করা হবে। সন্তোষজনক কর্মক্ষমতার ভিত্তিতে এবং UD এবং MA বিভাগ থেকে বর্ধিতকরণের অনুমোদন পাওয়ার ভিত্তিতে নিযুক্তি প্রার্থীর সময়সীমা বাড়তে পারে।
আবেদনের শেষ তারিখ : এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা 09/02/2024 তারিখ থেকে 29/02/2024 তারিখ মধ্যরাত পর্যন্ত অনলাইন আবেদন জমা দিতে পারবে।