Kolkata Police Constable Recruitment- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। হাজার হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগে এবার জোর দিল রাজ্য সরকার। সম্প্রতি একটি নোটিফিকেশন জারি হয়েছে। কলকাতা পুলিশের ৩৭৩৪ শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ হবে। আবেদনযোগ্য পুরুষ, মহিলা উভয় প্রার্থীরাই। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বেশ কিছু ধাপের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে উপযুক্তদের বেছে নেওয়া হবে। নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ জানতে পড়ুন আজকের এই প্রতিবেদনটি।
Kolkata Police Constable Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস ও শূন্যপদ
কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ আরম্ভ হল। কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। সর্বমোট শূন্যপদের সংখ্যা ৩৭৩৪ টি। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের জন্য বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে কী কী আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Advertisement No. | WBPRB/NOTICE – 2024/11 (CONS._LC_KP_24) |
নিয়োগকারী সংস্থা | WEST BENGAL POLICE RECRUITMENT BOARD |
মোট শূন্যপদ | শূন্যপদের সংখ্যা ৩৭৩৪ টি |
আবেদনের শেষ তারিখ | 29.03.2024 |
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল (Kolkata Police Constables) ও লেডি কনস্টেবল (Kolkata Police Lady Constables) পদে চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। সম্প্রতি নিয়োগ (Kolkata Police Constable Recruitment) সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে।
(১) পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর পাশ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে। এছাড়া,
(২) দার্জিলিং ও কালিম্পং জেলা বাদে রাজ্যের অন্যান্য প্রান্তের আবেদনকারীকে বাংলা ভাষা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা Kolkata Police Constable Recruitment প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই আবেদনের বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, এখানে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের বয়স ১ জানুয়ারি ২০২৪- এর হিসেব অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
Kolkata Police Constable Recruitment-এর শারীরিক মাপযোক
কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের চাকরি পাওয়ার জন্য শারীরিক যোগ্যতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতার মাপকাঠি কি হওয়া উচিত, তা নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। তাই আগ্রহীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি একবার পড়ে নেবেন।
আবেদন জানাবেন কিভাবে
কলকাতা পুলিশের কনস্টেবল বা Kolkata Police Constable Recruitment নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা করা যাবে অনলাইন মারফত। তাই যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা নিম্নে উল্লিখিত স্টেপগুলি মেনে নিজ নিজেদের আবেদন জমা করুন।
(A) প্রথম ধাপঃ আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in-এ।
(B) দ্বিতীয় ধাপঃ অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরপর রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে নিন।
(C) তৃতীয় ধাপঃ এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোমপেজে পেয়ে যাবেন কনস্টেবল নিয়োগের আবেদন জানানোর লিঙ্ক। সেই আবেদনের লিঙ্কে ক্লিক করে ও নিজের সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন।
(D) চতুর্থ ধাপঃ ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
(E) পঞ্চম ধাপঃ এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাইজ মতো আপলোড করুন ও আবেদন ফি জমা করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিতে লিখিত তথ্যগুলি সঠিক ভাবে চেক করে আবেদন পত্র সাবমিট করুন।
(F) ষষ্ঠ ধাপঃ আবেদনপত্রটি জমা করে তার একটি কপি নিজের কাছে রেখে দিন। সময় মতো অ্যাপ্লিকেশন সাবমিট করতে ভুলবেন না।
নিয়োগ প্রক্রিয়া
Kolkata Police Constable Recruitment প্রক্রিয়াটি পাঁচটি ধাপে সম্পন্ন হয়। যথা-
- প্রিলিমিনারি লিখিত পরীক্ষা
- শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- চূড়ান্ত লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
সবকটি ধাপের উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের শূণ্যপদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা
কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ (Kolkata Police Constable Recruitment 2024) প্রক্রিয়ার আবেদন চলবে ২৯ মার্চ তারিখ পর্যন্ত। আবেদন জানানোর জন্য এই সময়সীমাকে মাথায় রাখুন। তবে ফর্মে কোনো ভুলভ্রান্তি হলে এডিট অপশন পাবেন। তার জন্য নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ০১ – Download
Official Website – prb.wb.gov.in
অনলাইন আবেদন লিঙ্ক – Here