Laboratory Assistant Recruitment : শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা (Shyama Prasad Mukherjee Port Kolkata) মেডিক্যাল ডিপার্টমেন্টের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। চাকরিপ্রার্থীকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। ভর্তি নিযুক্ত হওয়ার জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর ভীতিতে নিয়োগ করা হবে।
যেসব প্রার্থীরা উচ্চমানের চাকরি ও মোটা অংকের বেতনর চাকরি পেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স কত প্রয়োজন ? এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর মাসিক বেতন কত? এই পদে কিভাবে আবেদন করবেন? এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস? ইত্যাদি যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের এই প্রতিবেদন। আসুন এই প্রতিবেদনে যাবতীয় তথ্য জেনেনিন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এবং প্রার্থীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। অতীতে কোন কাজের সঙ্গে যুক্ত থাকা প্রার্থীরা এই পদে 5 বছর বয়সের ছাড় পাবেন অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে আবেদন প্রার্থীর বয়স 01/01/2024 তারিখ অনুসারে হিসাব করা হবে।
শূন্যপদ ও বেতন
শূন্যপদ : এই পদের জন্য শূন্যপদ বিস্তারিত উল্লেখ করা নেই। শূন্যপদ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে নিচের নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
বেতন : ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 26000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য আবেদন প্রার্থীকে কোনরকম আবেদন করতে হবে না। নিচে দেওয়া সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে 09/01/2024 তারিখে ইন্টারভিউর স্থানে বেলা 10.00 টার আগে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউর স্থান নোটিফিকেশনটিতে পেয়ে যাবেন। যে সমস্ত ডকুমেন্ট দেবেন যেমন-
১) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে সমস্ত তথ্য দিয়ে নিজের একটি বায়োডাটা তৈরি করতে হবে ।
২) জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ইন্টারসিপ কন্টেকশন সার্টিফিকেট ,শিক্ষার্থী যোগ্যতা সার্টিফিকেট।
৩) অভিজ্ঞতা সার্টিফিকেট , প্যান কার্ড।
৪) প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ফটো ইত্যাদি
নিয়োগ প্রক্রিয়া : আবেদন প্রার্থীর উপরিক্ত সব যোগ্যতা সঠিকভাবে থেকে থাকলে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে নিযুক্ত করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখ
অফিশিয়াল ওয়েবসাইট | www.smportkolkata.shipping.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Downlod PDF) | Notification |
ইন্টারভিউর তারিখ | ০৯/০১/২০২৪ |