Advertisement
Govt Scheme

নভেম্বরে আরো ১ বার মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা।

কারা পাবেন নভেম্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরো ১ বার?

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করে তুলতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন। বাড়ির মহিলাদের হাতে সামান্য পরিমান টাকা থাকে না। তাই বেশির ভাগ মহিলাদের টাকার জন্য অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। তাই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা।

এই প্রকল্পের মাধ্যমে রাজের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিমাসে ১০০০ টাকা (SC/ST) ও ৫০০ টাকা (OBC / General) দেওয়া হয়। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দারুন সুখবর রয়েছে। সকল মহিলারাই ইতিমধ্যেই নভেম্বর মাসের Laxmi bhandar প্রকল্পের টাকা পেয়েছেন।

তবে এই মাসে আর একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। নভেম্বর মাসে কারা আবার পাবেন তা জানতে পুরো প্রতিবেদন টি পড়ুন। অনেক মহিলা গত অক্টোবর মাসের laxmi bhandar পকল্পের টাকা পাননি।

যে সব মহিলারা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা তাদের প্রাপ্য টাকা এই নভেম্বর মাসে পেতে চলেছেন। অর্থাৎ অক্টোবর মাসের যে টাকা বাকি রয়েছে, সেই টাকা নভেম্বর মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিল!

এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাবদ মহিলারা ১০০০ এবং ৫০০ টাকা করে পাচ্ছেন। তবে গুঞ্জন উঠেছে এই টাকার পরিমাণ বাড়তে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক ৫০০ থেকে বেড়ে ৭৫০ টাকা এবং ১০০০ থেকে বেড়ে ১২৫০ টাকা করে হতে পারে।

যদিও এই মর্মে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা আপাতত ৫০০ এবং ১০০০ টাকা করেই পাবেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Sunita Mallick.

৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশনের সুবিধা বন্ধ হবে, এই নিয়ম না মানলে আর রেশন তুলতে পারবেন না

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button