বর্তমানের বিনিয়োগ ভবিষ্যতকে সুরক্ষিত করে তোলে। তবে টাকা পয়সা বিনিয়োগ করার ক্ষেত্রে সকলেরই ঝুঁকিহীন বিনিয়োগের কথা মাথায় আসে। বিশেষ করে যাঁরা নিরাপদ ভবিষ্যৎ চান এবং তাঁদের কষ্টার্জিত অর্থ হারানোর ভয়ে কোনও ঝুঁকি নিতে চান না। তাই বিনিয়োগ করার আগে টাকা ঠিক সময়ে ফেরৎ পাওয়া যাবে কিনা সেই বিষয় নিয়েই সবাই চিন্তিত থাকে।
যারা বিনিয়োগ করতে কোনও ঝুঁকি নিতে চাননা তাদের কাছে প্রথম পছন্দ এলআইসি। তাই বিনিয়োগের ক্ষেত্রে দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ইনস্যুরেন্স কোম্পানি (LIC)ওপর ভরসা রাখে কোটি কোটি মানুষ। দেশবাসীর ধারণা বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান হল LIC। আর্থিক সুরক্ষার পাশাপাশি এলআইসিতে বিনিয়োগ করে একটা মোটা রিটার্নও পাওয়া যায়। এই সব কথা মাথায় রেখেই অনেকেই এলআইসি-তে বিনিয়োগ করে থাকেন।
আরও পড়ুন- Income Tax slab – নতুন নিয়মে মধ্যবিত্তের মুখে হাসি! আয়ে দিতে হবে না কোন রকম কর।
আপনিও যদি নিজের পরিবার ও সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে LIC -র “Dhan Ratna Plan” বিনিয়োগ করতে পারেন। এলআইসি-র এই পলিসিতে অনেক সুবিধা রয়েছে। দ্বিগুণেরও বেশি রিটার্নের পাশাপাশি এই পলিসি নিশ্চিত বোনাস দেয়। তাই বিমা নেওয়ার আগে LIC-র এই Dhan Ratna Plan টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন:-
LIC ধন রত্ন প্ল্যান কি?
LIC-এর ধন রত্ন প্ল্যানে (LIC Dhan Ratna Plan) বিনিয়োগ করে আপনি আপনার জমার ১০ গুণ টাকা পেতে পারেন। শুধু তাই নয় যা এই স্কিমের সঙ্গে মোট ৩ টি সুবিধা নির্দিষ্ট করা হয়েছে। যেমন-মানি ব্যাক, গ্যারান্টিড বোনাস ও ডেথ বেনিফিট এই পলিসিতে বিশেষ তিনটি সুবিধা রয়েছে।
এই পলিসির মেয়াদ?
LIC-র এই পলিসির মেয়াদ অনুযায়ী সুবিধা পাওয়া যাবে। এই নীতির মেয়াদ ১৫ বছর পর্যন্ত রাখা হয়েছে। পলিসির ১৩ ও ১৪ তম বছরে জমার পরিমাণের ২৫ শতাংশ আপনাকে ফেরত দেওয়া হবে। একইভাবে ২০ বছরের পলিসিতে ১৮ ও ১৯ তম বছরে মানিব্যাক দেওয়া হয়। ২৫ বছরের পলিসির ক্ষেত্রে ২৩ ও ২৪ তম বছরে মানিব্যাক দেওয়া হয়। এই পলিসিতে প্রথম ৫ বছরে ১০০০ টাকার উপর ৫০ টাকা বোনাস পাবেন। এটি পরবর্তী ৫ বছরে অর্থাৎ ৬ থেকে ১০ বছরের মধ্যে ৫৫ টাকা হয়ে যাবে। মেয়াদপূর্তির সময়বএই বোনাস প্রতি হাজারে ৬০ টাকা হয়ে যাবে।
এই পলিসির কিছু গুরুত্বপূর্ণ বিষয়?
১) এলআইসি ধন বিমা রত্ন পরিকল্পনায় বিনিয়োগের ন্যূনতম বয়স ৯০ দিন।
২) এই পলিসির সর্বোচ্চ বয়স ৫৫ বছর রাখা হয়েছে।
৩) এই স্কিমে ন্যূনতম ৫ লক্ষ টাকা দেওয়া হয়।
৪) বিমা রত্ন যোজনায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক অর্থ দেওয়া হয়।
৫) আপনি যদি এই পলিসিটি ন্যূনতম ৫ লক্ষ টাকা সহ ১৫ বছরের মেয়াদের জন্য বিমা করেন, তাহলে পলিসিটি ম্যাচিওর না হওয়া পর্যন্ত আপনি মোট ৯,১২,৫০০ টাকা পাবেন।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সময়ে সময়ে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসে। আপনিও যদি কিছু বিনিয়োগ করে দ্বিগুণের বেশি রিটার্ন পেতে চান, তাহলে LIC-এর এই “ধন বিমা রত্ন” পলিসিতে বিনিয়োগ করতে পারেন।মানি ব্যাক, গ্যারান্টিড বোনাস ও ডেথ বেনিফিট সহ আরও একাধিক সুবিধা পাবেন।