LIC Recruitment 2024 – পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হল। চাকরি দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বিপুল শূন্যপদে নিয়োগের সুখবর পেতেই মুখে হাসি ফুটেছে সবার। আপনিও যদি বহুদিন ধরে একটি ভাল চাকরির সন্ধানে থেকে থাকেন, তাহলে অবশ্যই এলআইসির নতুন নিয়োগে নিজ আবেদন জমা করুন (LIC Recruitment 2024)। আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো এই নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা সংক্রান্ত বিষয়ে। চাকরিপ্রার্থীরা অবশ্যই গোটা প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
LIC Recruitment 2024 (এলআইসিতে নতুন কর্মী নিয়োগ ২০২৪)
ভারতবর্ষের নির্ভরযোগ্য ও খ্যাতনামা বিমা সংস্থা হল এলআইসি বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এবার এলআইসির তরফে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হবে। কর্মী নিয়োগ হবে এলআইসি এজেন্ট পদে (LIC Agent)। মোট শূন্যপদের সংখ্যা ৫০০ টি। এই বিপুল পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন যে কোনো পশ্চিমবঙ্গের নাগরিক। তবে আবেদন জানানোর জন্য কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত? আসুন এবার সে বিষয়ে জেনে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নবম শ্রেণী পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আরো জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
বয়স সীমা
যে সকল প্রার্থীরা এই পদের আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা বয়স সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো
এলআইসির এই পদে যারা নির্বাচিত হবেন এবং চাকরি পাবেন, তাঁদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। নোটিফিকেশন থেকে জানা যায়, LIC এজেন্ট পদে কর্মরতদের বেতন হবে ৭০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা। এছাড়াও থাকছে নানান ধরনের সুযোগ-সুবিধা।
আবেদন জানাবেন কিভাবে?
এলআইসি এজেন্ট পদে যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে।কিভাবে আবেদন জানাবেন জেনে নিন।
- 1) প্রথমে আপনাকে ভিজিট করতে হবে এলআইসি -এর অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
- 2) ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদন পত্র ফিল আপ করে নেবেন। কোন তথ্য প্রদান যেন ভুল না হয়।তারপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে।
- 3) সবকটি ধাপ সম্পন্ন হলে পুনরায় রিচেক করে আবেদনপত্র জমা করে দিন। একটি কপি অবশ্যই নিজের কাছে রাখবেন।
- 4) আবেদনের সময়সীমা এই নিয়োগের আবেদন জমা করা যাবে আগামী ৩১ মে, ২০২৪ তারিখের মধ্যে। সময়সীমা খেয়াল রেখে নিজেদের আবেদন জমা করুন।
নিয়োগ প্রক্রিয়া
এলআইসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। সবশেষে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে উল্লেখিত পদের জন্য। বিস্তারিত জানতে LIC-র অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
LIC Recruitment Official Notification – Download
LIC Official Website – Click Here