Advertisement

Lottery Tips Bangla – কোটিপতি হতে পারেন আপনিও, লটারি কাটার গোপন ট্রিকস জেনে নিন।

Advertisement

Lottery Tips Bangla অর্থাৎ লটারি টিকিট কাটার পদ্ধতি জেনেনিন।

কোনো রকম পরিশ্রম ছাড়া অল্প সময়ে ভাগ্য বদলাতে কে না চায়? কোনোরকম পরিশ্রম ছাড়াই নিজের ভাগ্য বদলানোর একটি সহজ পদ্ধতি হল লটারি (Lottery Tips Bangla). একমাত্র লটারি কেটে পুরস্কার জিতে রাতারাতি ভাগ্য ফেরানো সম্ভব। Lottery কেটে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার আশা করেন অনেকেই।

তাই অধিকাংশ মানুষই তাদের অবস্থার পরিবর্তনের জন্য নিয়মিত Lottery টিকিট কাটেন। লটারি কেটে পুরস্কার জেতাটা নাকি ভাগ্যের উপর নির্ভর করে একমাত্র ভাগ্য সাথ দিলেই পুরস্কার জেতা সম্ভব। তবে আজ এমন কিছু Lottery Tips Bangla দেব যেগুলো আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে।

Advertisement

আমরা প্রায় সময়ই বিভিন্ন খবরের কাগজে দেখতে পাই ডিয়ার লটারিতে (Dear Lottery) কেউ না কেউ কোটি টাকার Lottery পাচ্ছে। স্বাভাবিক ভাবেই তখন আমাদেরও ইচ্ছা হয় আমরাও Lottery জিতব। সেই আশাতেই অনেকে Lottery কাটি।

মাত্র ৬ টাকাতেই হয়ে যেতে পারেন কোটিপতি আজকের ডিয়ার লটারির (Dear lottery) ফলাফল জেনে নিন

লাখপতি কিংবা কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে অনেকেই Lottery কাটে। কিন্তু জানেন কি Lottery কাটার কতগুলি নিয়ম আছে। এই নিয়মগুলি মেনে Lottery কাটলে আপনিও নিশ্চিত সাফল্য পেতে পারেন। আপনি কি নিয়মিত Lottery টিকিট কাটেন, তাহলে আজ আমরা আপনাকে লটারি কাটার কিছু গোপন ফর্মুলা (Lottery Tips Bangla) শেখাবো। যেগুলো ব্যবহার করলে আপনি বিজয়ী হতে পারেন।

লটারি টিকিট কাটার পদ্ধতি – Lottery Tips Bangla
১)আগে যে ধরনের সংখ্যাগুলো পুরস্কার পেয়েছে সেগুলো মনে রাখতে হবে। ধরে নিন আগের দিন/ আগের খেলাতে ১, ৬, ৮, ৯ এই ঘরের টিকিটের সংখ্যাগুলি পুরস্কার পেয়েছে। সেক্ষেত্রে পরবর্তী দিন/ পরের খেলাতে ২, ৩, ৭, ০ ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) লটারি জেতার ক্ষেত্রে শেষ পাঁচটি নম্বরের তৃতীয় নম্বরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তৃতীয় নম্বরটির ওপর নির্ভর করেই শেষ নম্বরটি নির্ধারণ করা হয়। যেমন ধরুন যদি কোন লটারির মধ্যম সংখ্যা ৫৪ হয় এক্ষেত্রে শেষ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে যার সাথে ৩ এর বিয়োগফল – ১, ০, ১ হবে। এক্ষেত্রে শেষ সংখ্যাটি ২, ৩ অথবা ৪ হতে পারে। এই পদ্ধতিতেও টিকিট কেটে দেখতে পারেন।

৩) লটারি কাটার গোপন ট্রিকস (Lottery Tips Bangla) এর মধ্যে মিরর নম্বর বেশি গুরুত্বপূর্ণ। যেমন-51615, 88088, 47974 এগুলো প্রত্যেকটি মিরর রিফ্লেকশন যুক্ত সংখ্যা। কারণ প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে।

এই তিনটে পদ্ধতিগুলি অবলম্বন করে লটারি কেটে দেখতে পারেন পুরস্কার জিততে পারেন। তবে লটারি কাটার তেমন কোন পদ্ধতি হয় না। কিন্তু অনেক গবেষণা করে গবেষকরা যে সমস্ত পদ্ধতি তুলে ধরেছেন তারই কয়েকটি এখানে উল্লেখ করা হলো।

এগুলো মানলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন তার কিন্তু কোনো মানে নেই। লটারি কেটে পুরস্কার জেতা সম্পূর্ণটাই আপনার ভাগ্যের উপর নির্ভর করছে।
আরও এই ধরনের ট্রিকস পেতে আমাদের ফলো করুন। এবিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নীচে কমেন্ট বক্সে জানাতে পারেন।

Old coin sale – ৫ টাকার এই বিশেষ নোট আছে? তাহলে এখানে বিক্রি করে লাখপতি হতে পারেন

Leave a comment

Join Join