স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে মাসে ভাল টাকা উপার্জন করতে পারেন!কি সেই ব্যবসা জানুন

Advertisement

Business Idea – বর্তমানে সকলেই স্বাবলম্বী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। নিজেদের সাফল্যের শিখরে পৌছেঁ নিয়ে যেতে কে না চায়। এই সময়ে দাঁড়িয়ে ছোটোখাটো একটা চাকরি জোগাড় করা যেন দিবাস্বপ্ন দেখার মতন অবস্থা। অনেকে বহু চেষ্টা করেও একটা চাকরি খুঁজে না পেয়ে নিজেই ব্যবসার পথ বেছে নিয়েছেন। কিন্তু ব্যবসা করবার প্রধান ও অন্যতম চিন্তা হল পুঁজির সংস্থান ও সঠিক ব্যবসা (Business Idea) বেছে নেওয়া।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যবসা করার ইচ্ছে তো অনেকেরই থাকে। কিন্তু ব্যবসার সম্পর্কে সঠিক ধারণা থাকে না। আবার অনেক সময় ধারণা থাকলেও ব্যবসা শুরু করবে কিভাবে তা মাথায় আসে না। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে চিন্তা থাকে,সামান্য পুঁজিতে ব্যবসা করলে তাতে মুনাফা হবে তো?

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Advertisement

অনেকেই জানেন না যে এমন অনেক ব্যবসা আছে (Business Idea), যেগুলো শুরু করতে গেলে খুব সামান্য পরিমাণ পুঁজি লাগে, আর ব্যবসা দাঁড়িয়ে গেলে তা থেকে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করা সম্ভব। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে নিজের পায়ে দাড়ানোর মত দারুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। যুবক যুবতিরা বেকার বসে না থেকে, এই ব্যবসা শুরু করে আয় করতে পারেন। এই ব্যবসা কি, কিভাবে শুরু করবেন, জেনে নিন বিশদে-

Advertisement

স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা :-
মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে ক্রমান্বয়ে স্টেশনারির জিনিসপত্রের চাহিদা বাড়ছে। আর মানুষের এই চাহিদাকে কাজে লাগিয়ে আপনি স্টেশনারী ব্যবসা শুরু করতে পারেন। পেন, পেন্সিল, কালার পেন্সিল থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় নানান ধরনের আনুষঙ্গিক জিনিসগুলি বিক্রি করতে পারেন।

আপনার এই ব্যবসার মূল গ্রাহক হতে চলেছেন স্কুল-কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীরা। তাই আপনাকে যে কোন স্কুল কিংবা কলেজের কাছে এই দোকান খুলতে হবে। তবে বিভিন্ন টিউশন সেন্টার কিংবা কোচিং সেন্টার, যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের আগমন হয়ে থাকে সেখানেও আপনি আপনার দোকান খুলতে পারেন।

এই ব্যবসাটির জন্য নূন্যতম ১০ হাজার টাকা বিনিয়োগ করে ছোটো করে এই ব্যবসা শুরু করতে পারেন। আবার আপনি চাইলে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিনিয়োগ করে বড়ো ভাবেও এই ব্যবসাটিকে শুরু করতে পারেন।

এই স্টেশনারী ব্যবসাটিকে বাড়াবেন কিভাবে?
১) বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রীদের সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে। আর এই সমস্ত ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পেন, খাতা, পেন্সিল, ইরেজার শার্পনার থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রগুলি প্রয়োজন হয়ে থাকে। স্কুল কিংবা কলেজে ছাত্রছাত্রীদের কাছে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি বিক্রি করে আপনি নিজের ব্যবসাকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে পারেন।

২) বর্তমানে বিভিন্ন স্কুল কিংবা কলেজের তরফে নিজেদের একটি স্টেশনারি স্টোর মেইনটেইন করা হয়। ছাত্র-ছাত্রীদের প্রয়োজন অনুসারে পেন, পেন্সিল, নোটবুকের মতো জিনিসগুলি তারা স্কুলের স্টেশনারি স্টোর থেকেই কিনে নিতে পারেন। আপনি বিভিন্ন স্কুলের ওই সমস্ত স্টোরে স্টেশনারির পণ্যগুলি পাইকারি দামে সরবরাহ করতে পারেন। এর ফলে একদিকে যেমন আপনার দোকান চলবে, অন্যদিকে তেমনি স্কুলের ওই স্টোরগুলিও আপনার বাঁধা গ্রাহক হয়ে থাকবে। এভাবে ধীরে ধীরে আপনি নিজের ব্যবসাটিকে বড়ো করতে পারেন।

৩) বিভিন্ন স্কুলে যে সমস্ত বইগুলি শিশু, কিশোরদের পড়ানো হয়ে থাকে সেই সকল বইগুলি আপনি নিজের দোকানে রাখতে পারেন। এছাড়াও শিশু-কিশোরদের মন জয় করার জন্য আপনাকে নানা ধরনের পেন, পেন্সিল, নোটবুক থেকে শুরু করে কার্টুন স্টিকারের মতো জিনিসপত্র রাখতে হবে। এতে শিশুদের দৃষ্টি অাকর্ষিত হবে।

আরও পড়ুন- বাড়িতে বসে ঘরোয়া ব্যবসা করে মাসে প্রচুর আয় করতে পারেন, কি ব্যবসা করবেন দেখে নিন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Advertisement