LPG Gas Price – ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারনে সাধারণ মানুষের অবস্থা প্রায় নাজেহাল। নিত্য দিনের খরচ জোগানোই দুর্বিষহ হয়ে পড়েছে। তার উপরে বাধ সাধছে রান্নার গ্যাসের খরচ। তবে এবার হয়ত মধ্যবিত্তের ‘আচ্ছে দিন’ এসে গেল। এবার মূল্যস্ফীতির ঘামের হাত থেকে সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি মিলবে। মাত্র ৫০০ টাকায় সিলিন্ডার দিচ্ছে সরকার।
হ্যাঁ ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে স্বস্তি দিতে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এবার থেকে বছরে ৫০০ টাকায় ১২ টি রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। তবে সকলেই এই সুবিধা পাবেন না।
আরও পড়ুন – Madhyamik Result
কারা বছরে ৫০০ টাকায় ১২ টি রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG Gas Price) পাবেন?
দারিদ্রসীমার নীচে থাকা পরিবারই এই সুবিধা পাবেন। উজ্জ্বলা প্রকল্পের অধীনে যাদের গ্যাস সংযোগ রয়েছে এমন পরিবারগুলিকে রাজ্য সরকার প্রতি গ্যাস সিলিন্ডারে ৪১০ টাকা ভর্তুকি দেবে। অন্যদিকে বিপিএল পরিবারগুলিকে প্রতি গ্যাস সিলিন্ডারে ৬১০ টাকা ভর্তুকি দেওয়া হবে, ভর্তুকির অর্থ সরাসরি না কমালেও টাকা (LPG Gas Price) তাদের জন আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। অর্থাৎ যে সব পরিবারের বিপিএল কার্ড আছে, সেই পরিবারগুলিকে ৫০০ টাকায় বছরে ১২ টি রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG Gas Price) দেবে রাজস্থান সরকার।
রাজস্থানের ২০২৩-২৪ অর্থবর্ষের আর্থিক বাজেটে মুখ্যমন্ত্রী গেহলট বিপিএল পরিবার এবং উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) সুবিধাভোগীদের ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। এর জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৭৫০ কোটি টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন করেছেন। এই আর্থিক প্রস্তাবটি ‘মুখ্যমন্ত্রী গ্যাস সিলিন্ডার’ প্রকল্পের আওতায় পাস করা হয়েছে। এই স্কিমের অধীনে ১ এপ্রিল থেকে প্রতি মাসে একটি করে কম মূল্যের গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পাবেন। রাজস্থান সরকারের এই অনুমোদনের ফলে রাজ্যের ৭৩ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হবে।
আরও পড়ুন – আর পাবেন না LPG সিলিন্ডার, গ্যাস বুকিংয়ে বড়সড় পরিবর্তন। LPG Gas Booking new update.
Faq for LPG Gas cylinders
How Many book cylinders in a month?
A consumer can book two liquefied petroleum gas (LPG) cylinders in a month.
How Many book cylinders in the year?
A consumer can book 12 liquefied petroleum gas (LPG) cylinders in the year.
What is the formula for calculated LPG cylinders volume ?
A cylinder’s volume is π r² h, and its surface area is 2π r h + 2π r².