Madhyamik 2023 routine: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ হলো, কবে থেকে পরিক্ষা শুরু দেখে নিন

Advertisement

Madhyamik 2023 routine: এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৯৭% এর বেশী। তুলনামূলকভাবে ছেলেদের পাশের হার সব থেকে বেশী। এবছর মাধ্যমিকে দুইজন প্রথম, দুইজন দ্বিতীয় এবং একজন তৃতীয় স্থানাধিকার করেছে। রাজ্যে প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে সর্বমোট ১১৪ জন পরিক্ষার্থী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Advertisement

মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ করার পরেই আগামী বছরের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (2023 Secondary Examination) এর তারিখ (Madhyamik 2023 routine) প্রকাশিত করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মহাশয়।কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? কোন দিন কোন পেপারের পরীক্ষা? সমস্ত কিছু নিয়ে রইলো আলোচনা করা হল।

Advertisement

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে(Madhyamik 2023 routine)?

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে(Madhyamik 2023 routine)। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ। পরীক্ষার সময়সীমা- ৩ ঘন্টা ১৫ মিনিট। পরীক্ষা হবে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩ টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে ১১ টা ৪৫মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ।

WB MP routine 2023 PDF Official Website Link: Click here

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের পরিক্ষার সূচী (2023 Secondary Examination Routine ):-

  • ১। ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে Frist language অর্থাৎ‍ বাংলা পরীক্ষা।
  • ২। ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার হবে second language অর্থাৎ‍ ইংরেজী পরিক্ষা।।
  • ৩। ২৫ শে ফেব্রুয়ারি শনিবার হবে Geography অর্থাৎ ভূগোল পরীক্ষা।
  • ৪। ২৭শে ফেব্রুয়ারি সোমবার History অর্থাৎ‍ ইতিহাস পরিক্ষা।
  • ৫। ২৮শে ফেব্রুয়ারি মঙ্গলবার life science অর্থাৎ জীবন বিজ্ঞান পরীক্ষা।
  • ৬। ২রা মার্চ বৃহস্পতিবার mathematics অর্থাৎ‍ অঙ্ক পরীক্ষা।
  • ৭। ৩রা মার্চ শুক্রবার physical science অর্থাৎ ভৌতবিজ্ঞান পরীক্ষা।

Madhyamik 2023 routine

উপরোক্ত দিনগুলিতেই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা সংঘটিত হবে এমনটাই জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Advertisement

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.

JoinJoin