Advertisement

Madhyamik Test Exam – মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ও প্রশ্নপত্র নিয়ে নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ, এই নোটিশে কি রয়েছে জানুন।

Advertisement

Madhyamik Test Exam – সকল শিক্ষার্থীর জীবনের সবচেয়ে প্রথম বড় পরিক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। এই পরিক্ষায় ভাল ফলাফল করার উপরই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন নির্ভর করে। মাধ্যমিক পরিক্ষার আগে এক টেস্ট পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিকের তিন মাস আগে এই টেস্ট পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীরা সারা বছরে কেমন পড়াশোনা করল তা যাচাই করতেই টেস্ট পরীক্ষা (Madhyamik Test Exam) নেওয়া হয়। তবে এবার এই টেস্ট পরীক্ষা নিয়ে বড়ো আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ।

প্রতি বছর মাধ্যমিকে সম্পূর্ণ সিলেবাসের উপরেই প্রত্যেক বিষয়ে এই টেস্ট পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীরা এই টেস্ট পরিক্ষায় উত্তীর্ণ হলেই মাধ্যমিক পরিক্ষায় বসার অনুমতি পান। তবে প্রায় প্রতি বছর মাধ্যমিকের টেস্ট পরিক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়। সিলেবাসের বহির্ভূত প্রশ্নও নাকি টেস্ট পরিক্ষার আসে। এমনই অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়ে যায় প্রতি বছর।

Advertisement

Madhyamik Test Exam প্রশ্নপত্র নিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

তাই এবারের মাধ্যমিকের প্রশ্নপত্র ঘিরে যাতে কোন বিতর্ক তৈরি না হয়, সেজন্য এবার কড়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে মাধ্যমিকের টেস্ট (Madhyamik Test Exam) পরিক্ষার প্রশ্নপত্রে কোন রকম বিতর্কিত প্রশ্ন রাখা চলবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিভিন্ন স্কুলগুলির কাছে চিঠি পাঠিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এই সিদ্ধান্তের কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। শিক্ষা পর্ষদের মর্যাদা হানি ঘটাতে পারে এমন কোন প্রশ্নপত্র যেন টেস্ট পরীক্ষায় যুক্ত না হয় সেই বিষয়েও জানানো হয়েছে।

আরও পড়ুন – Reliance Foundation – বড় সুখবর! ছাত্রছাত্রীদের বার্ষিক ২ লক্ষ টাকা দেবে মুকেশ আম্বানি, কেন দিবে বিস্তারিত জানুন।

মধ্যশিক্ষা পর্ষদ গত শনিবার শিক্ষা পর্ষদের অন্তর্গত বিভিন্ন স্কুলগুলির প্রধান শিক্ষকের কাছে এই বিষয়ে কড়া নির্দেশ পাঠিয়েছে। সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Madhyamik Test Exam) হতে চলেছে। মাধ্যমিক টেস্ট পরিক্ষা নিয়ে পূর্বে যেমন বিতর্ক তৈরি হয়েছে, আগামী দিনে যাতে আর বিতর্ক না হয় তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদ এবার এমন নির্দেশ জারি করেছে। সকল স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশ মেনে চলতে হবে।
Official Notification – View Here.

মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে যে নির্দেশ জারি করেছে?

  • ১) এবার থেকে Madhyamik Test Exam এ সিলেবাস বহির্ভূত কোন প্রশ্ন, প্রশ্নপত্রে যুক্ত হলে সেই সমস্ত স্কুলগুলিকে তার কৈফিয়ৎ সরাসরি মধ্যশিক্ষা পর্ষদকে দিতে হবে।
  • ২) নির্ধারিত সমস্ত গাইডলাইন মেনেই পরীক্ষা নিতে হবে।
  • ৩) এবার থেকে Madhyamik Test Exam সম্পূর্ণ হওয়ার পর সমস্ত স্কুল গুলিকে সকল প্রশ্নপত্রগুলি মধ্যশিক্ষা পর্ষদকে ইমেইল করে পাঠাতে হবে।

আরও পড়ুন – Puja Holidays 2023 – দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মীদের বড় ‘গিফট’ দিতে চলেছে মুখ্যমন্ত্রী, মিলবে টানা ছুটি।

Join Join