Mid day Meal Recruitment: ইন্টারভিউ ভিত্তিতে মিড-ডে মিল সেকশনে কর্মী নিয়োগ

Mid day Meal Recruitment: পিএম পোসান স্কিমের (PM Poshan Scheme) অধীনে সহকারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির আশায় আছেন তাদের জন্য খুশির খবর এবং সুবর্ণ সুযোগ। আবেদনকারীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে। আবেদনের জন্য প্রতিবেদনটি ভালো করে অধ্যায়ন করুন। এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন, নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স : এই পদে আবেদন প্রার্থীরা সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ 65 বছর বয়সের নিচে যেকোন প্রার্থী এই পদে আবেদন যোগ্য। আবেদনের ক্ষেত্রে কোনরকম বয়সের ছাড় পাবেন না।
শূন্যপদ : ব্লক/পৌরসভা স্তরের সহকারী পদে মোট 7টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 11000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদনকারীর যোগ্যতা হিসাবে পাঁচ বছরের কর্মচারীরা সরকারি অফিসে কাজ করার অভিজ্ঞতা‌ থাকতে হবে। আন্ডারটেকিং কোম্পানি/সরকারি, সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এই পদে আবেদন করতে পারবে না।

আবেদন করার পদ্ধতি : উপরিক্ত পদে প্রার্থীদের আবেদন করতে হবে। শুধুমাত্র যাবতীয় ডকুমেন্টস সহ আবেদনপত্রটি নিয়ে ইন্টারভিউ দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। আবেদনপত্র পূরণের জন্য আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তার মধ্যে থাকা আবেদনপত্রটির প্রিন্ট আউট বার করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য যেমন আবেদনকারির নাম, পোস্টালের ঠিকানা, বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি, অবসর প্রাপ্তির তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অবসরের সময়সীমা, আবেদনপত্রের উপরে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি ও আবেদনপত্রের নিচে আবেদনকারীর সিগনেচার দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সহ আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের আগে নতুন প্রশাসনিক ভবনের 2 তলা,চুনসুরা, হুগলি এই ঠিকানায় 1এ ফেব্রুয়ারি 2024 তারিখে নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : এই পদের জন্য প্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। 10 মিনিটের টাইপিং পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে আবেদনকারীকে নিযুক্ত করা হবে। এই পদে প্রার্থীদের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে‌।
আবেদনের শেষ তারিখ : আবেদন প্রার্থীরা এই পদে 01/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

Official Notification : Click Here

Official Website: Click Here

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.