মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। Post office Group C Job Vacancy

Post office Group C Job Vacancy – বর্তমানে চাকরির বাজারের যে দুরবস্থা তাতে চাকরির দুনিয়া এক বিরাট সুযোগ দিচ্ছে ডাক বিভাগ। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই ডাক বিভাগের গ্রুপ সি পদে রয়েছে চাকরির ব্যবস্থা। যদি আপনি বা আপনারা আগ্রহী থাকেন তাহলে ভারতীয় ডাক বিভাগের কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি অত্যন্ত যত্ন সহকারে পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পাশে ডাক বিভাগে অর্থাৎ Post office Group C Job Vacancy

বিজ্ঞপ্তি নংR&E/Staff car Driver/2023
পদের নামভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি পদ
শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত ৪৫ দিনের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা

ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ডাক বিভাগের তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি পদে নিয়োগে আবেদন প্রার্থীর ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। তবে কোন স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে পাশ হতে হবে।

আরও পড়ুন – Summer Vacation – গরমে কবে থেকে বন্ধ থাকছে স্কুল? গরমে একটানা বন্ধ থাকছে স্কুল এতদিন।

বেতন: যোগ্য প্রার্থী নিয়োগের পর চাকরিপ্রার্থীদের ৭ম সিপিসি ও লেবেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা : সর্বোচ্চ বয়স সীমা হতে হবে ৫৬ বছর অর্থাৎ এই বয়সের পর্যন্ত সকলেই যারা মাধ্যমিক পাস তাঁরা আবেদনের যোগ্য।

আবেদনের পদ্ধতি

  • গ্রুপ সি পদের (Post office Group C) আবেদনের পদ্ধতিগুলি সমস্ত অফলাইনের মাধ্যমে করা সম্ভব। তার জন্য কি কি ধাপ অবলম্বন করতে হবে তার সমস্তটাই নিম্নে বর্ণনা করা হলো আসুন দেখে নিয়ে এক নজরে:
  • ক) যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাঁরা তাদের যাবতীয় তথ্য নিয়ে একটি আবেদন পত্র তথা অ্যাপ্লিকেশন ফরমেট তৈরি করে ফেলতে হবে, যা অত্যন্ত সহজ।
  • খ) এপ্লিকেশনের লিখতে হবে চাকরিপ্রার্থীর নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
  • গ) চাকরিপ্রার্থী তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ নথি গুলিকে জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে।
  • ঘ) একটি খাম নিয়ে ওই সমস্ত এপ্লিকেশন সহ গুরুত্বপূর্ণ নথি গুলি খামের ভেতর পুরে বিজ্ঞপ্তিটিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানা লিখে পোস্ট করে দিতে হবে।

আরও পড়ুন – WBBSE Madhyamik Result 2024 – মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে ? ফোন থেকে কিভাবে চেক করবেন রেজাল্ট জেনেনিন।

এই পোস্টগুলি সম্পর্কে আরো বিশদে জানতে হলে অনলাইনে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে চাইলে ডাউনলোড করেও সবিস্তারে পড়ে নেওয়া যেতে পারে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ উল্লেখ নেই তবে বিজ্ঞপ্তি প্রকাশিত ৪৫ দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে, চাইলে অ্যাপ্লিকেশন ফর্মও অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেওয়া ব্যবস্থা রয়েছে। আশা করা যায় চাকরিপ্রার্থীদের কোনো রকম কোনো অসুবিধা সম্মুখীন হতে হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – www.indiapost.gov.in

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.