NCB Recruitment 2024: চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য খুশির খবর। ফের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল। নার্কোটিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিন। বিস্তারিত বর্ণনা করা হল প্রতিবেদনে।
NCB Recruitment 2024 Notification F.No.A-35/5/2024/Estt.-406
Advertisement No. | F.No.A-35/5/2024/Estt.-406 |
নিয়োগকারী সংস্থা | Narcotics control Bureau |
মোট শূন্যপদ | Official Notification দেখুন |
ইন্টারভিউ তারিখ | তারিখটি সম্পর্কে বিস্তারিত Official Notification দেখুন |
ভ্যাকেন্সি ডিটেলস
ভারতবর্ষের NCB ডিপার্টমেন্ট তথা নার্কোটিক কন্ট্রোল বিভাগে বেশ কিছু শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি (NCB Recruitment Notification) প্রকাশ হয়েছে। এই নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ থাকছে সকল প্রার্থীদের জন্যই। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ তথ্য প্রকাশ করা হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থী নিয়োগ হবে। নিযুক্তদের দেশের যে কোন স্থানে পোস্টিং দেওয়া হতে পারে। তাই আবেদন জানাতে চাইল সমস্ত তথ্য আগের থেকে জেনে নিন।
আরও পড়ুন – Mid Day Meal Job vacancy: পরীক্ষা ছাড়াই মিড ডে মিলে কর্মী নিয়োগ, নজর কারা বেতন! জানুন আবেদন পদ্ধতি
কোন পদে নিয়োগ জানুন পদের বিবরণী
সম্প্রতি নার্কোটিক কন্ট্রোল বিভাগের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, NCB Recruitment-এ উল্লেখ করা হয়েছে যে এখানে মূলত সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা দশটি। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের কিছু শর্ত মানতে হবে। কী কী? জেনে নিন।
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
NCB ডিপার্টমেন্টের তরফে সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আবেদন জানাতে আগ্রহীরা অবশ্যই তা জেনে নিন। এই NCB Recruitment-এ যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের অন্ততপক্ষে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি, প্রার্থীদের ইনটেলিজেন্স ও রেগুলেটরি ল বিভাগে ন্যুনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন
বয়সসীমাঃ নার্কোটিক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনরত প্রার্থীদের বয়স কত হতে পারে, সে সম্পর্কেও বলা হয়েছে। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে অন্ততঃ ৫৬ বছরের মধ্যে।
বেতনঃ এই নিয়োগে যাঁরা সিলেক্টেড হবেন, তাঁদের প্রত্যেক মাসে উচ্চ বেতন ও নানান সুবিধা দেওয়া হবে। বলা হয়েছে, এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রতিমাসে সপ্তম বেতন কমিশনের আওতায় ৯৩০০/- টাকা থেকে ৩৪৮০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আরও পড়ুন – B.Ed Result 2024: আপনিও কি ছিলেন বিএড পরীক্ষার্থী? জেনে নিন কেমন হয়েছে রেজাল্ট?
আবেদন জানাবেন কিভাবে?
NCB Recruitment 2024-এর এই নিয়োগে আবেদন জানাতে চাইলে আগ্রহীদের নিজ নিজ অ্যাপ্লিকেশন জমা করতে হবে অফলাইনের মারফত। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
- (A) প্রথম ধাপ: আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে NCB-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল- (narcoticsindia.nic.in)।
- (B) দ্বিতীয় ধাপ: এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিয়োগের নোটিশটি ওপেন করুন। এই নোটিশের পাঁচ নম্বর পাতায় পাবেন আবেদনপত্রটি।
- (C) তৃতীয় ধাপ: অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে নিন। তারপর সেটি যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফিল আপ করুন। ফর্মে নিজেদের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না দেওয়া হয়।
- (D) চতুর্থ ধাপ: এরপর যে যে ডকুমেন্টগুলি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি যুক্ত করুন। সঙ্গে নিজের দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে ভুলবেন না।
- (E) পঞ্চম ধাপ: আবেদনপত্র সঙ্গে ডকুমেন্টগুলি একসঙ্গে করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। ঠিকানাটি হল-
(Deputy Director General (HQ), Narcotics Control Bureau, West Block No-1, Wing No-5, R.K.Puram, New Delhi-110066)।
আবেদনের সময়সীমা
এই নিয়োগের আবেদন জমা দেওয়ার তারিখটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
Official Website – narcoticsindia.nic.in
আবেদন পত্র – Download