Jio Plan – স্মার্টফোন আছে অথচ তাতে ডেটা থাকবে না তা কি আর হয়। তাই ফোনে আর কিছু থাক বা না থাক, ডেটা রিচার্জ না থাকলেই নয়। দেশে Jio, Airtel, VI-এর মতো একাধিক টেলিকম সংস্থা রয়েছে। এই টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের দ্রুততম ডেটা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের সুবিধার জন্য নিত্য নতুন ডেটা প্ল্যান (Jio Plan) নিয়ে আসে।
এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থার কথা আসলে প্রথমেই Reliance Jio-র নাম মাথায় আসবে যে কারও। টেলিকম সংস্থাগুলির মধ্যে Reliance Jio-র কাছে এই মুহূর্তে সবথেকে বড় ইউজ়ারবেস রয়েছে। Reliance Jio ব্যবহার করেন না দেশে এমন মানুষের সংখ্যাটা নেহাতই কম। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা তার ইউজারদের জন্য একের পর এক আকর্ষণীয় প্ল্যান অফার (Jio Plan) করেই চলেছে।
আরও পড়ুন – রেলের আপ ট্রেন এবং ডাউন ট্রেন কিভাবে নির্ধারণ করা হয়? ৯৯.৯৯% মানুষ জানে না | Train Up Down Means
Reliance Jio-র ঝুলিতে প্রিপেড ও পোস্টপেড মিলিয়ে এত গুচ্ছের প্ল্যান রয়েছে। এতো প্ল্যানের সম্ভার রয়েছে যে কাস্টমাররা মাথায় রাখতে গিয়ে গুলিয়ে ফেলেন। Reliance Jio-র ঝুলিতে একটু বেশি দিনের ভ্যালিডিটির বেশ কিছু প্ল্যান রয়েছে। অনেক গ্রাহকের আবার একটু অতিরিক্ত ডেটার প্রয়োজনীয়তা পড়ে, সেই সব গ্রাহকদের জন্যও একাধিক প্ল্যান রয়েছে। জিওর এই চমৎকার প্ল্যানগুলি (Jio Plan) হল-
Jio 666 টাকার রিচার্জ প্ল্যান (New Jio Plan)
১) Reliance Jio-র 666 টাকার প্রিপেড প্ল্যান।
জিওর এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে তিন মাসের কিছুটা কম ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন।এই প্ল্যানে গ্রাহকরা সব মিলিয়ে মোট 126GB ডেটা পাবেন। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন 100টা করে SMS পাঠানোর মতো দুর্দান্ত অফারও থাকছে। জিওর এই প্ল্যানের (Jio Plan) ভ্যালিডিটি 84 দিন। এছাড়াও অতিরিক্ত অফার হিসেবে Jio TV, Jio Cinema, Jio Security-র ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
২) Jio 719 টাকার রিচার্জ প্ল্যান।
জিও ব্যবহারকারীদের যদি আরও একটু বেশি পরিমাণে ডেটার প্রয়োজন হয়, তাহলে গ্রাহকরা 719 টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানেও (Jio Plan) একাধিক অফার রয়েছে। ব্যবহারকারীরা এই প্ল্যানে রোজ 2GB করে ডেটা পেয়ে যাবেন। প্রতিদিন 100টা করে SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং অফারও রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই প্ল্যানে 168GB ডেটা পাওয়া যাবে। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
৩) Jio 749 টাকার রিচার্জ প্ল্যান (Jio Plan)
জিওর আরও একটি চমৎকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 2GB করে হাই- স্পিড ডেটা পাবেন। সব মিলিয়ে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে জিও ব্যবহারকারীরা মোট 180GB ডেটা পাবেন। আনলিমিটেড কলের সাথে সাথে প্রতিদিন 100 টি এসএমএস এর সুবিধাও পাওয়া যাবে। এই 749 টাকার Jio রিচার্জ প্ল্যানের (Jio Plan) ভ্যালিডিটি তিন মাস বা প্রায় 90 দিন।
আরও পড়ুন – আকর্ষণীয় হারে সুদ পেতে চান কি? তাহলে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদের হার দিচ্ছে