Jio recharge plan – জুলাই থেকেই এক ধাক্কায় বেড়েছে মোবাইল খরচ। স্মার্টফোন এখন সবার হাতে হাতে। হিট আনলিমিটেড প্ল্যান। যত ইচ্ছে কথা, হাইস্পিড ইন্টারনেট, আনলিমিটেড মেসেজ সবটাই চাই গ্রাহকদের। আর তার জন্যই পকেট থেকে খসবে অতিরিক্ত অর্থ। এয়ারটেল (Airtel), জিও (Jio), ভোডাফোন আইডিয়া (VI) প্রত্যেকটি টেলিকম সংস্থাই তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। রিচার্জ প্ল্যানের তালিকায় চোখ রেখে রীতিমতো চিন্তায় গ্রাহকরা। তবে গ্রাহকদের স্বস্তি দিয়ে দারুণ খবর শোনালো জিও (Jio)। রিলায়েন্স জিওর বেশ কিছু প্ল্যানে বাড়ছে না রিচার্জের খরচ।
Jio recharge plan-এ অগ্নিমূল্য!
প্রিপেড এবং পোস্টপেড উভয় প্ল্যানের ক্ষেত্রেই এক ধাক্কায় বেড়েছে মোবাইল রিচার্জ এর খরচ। যার ফলে আমজনতার কপালে ভাঁজ। জায়গায় জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। এমতবস্থায় জিও গ্রাহকদের কিছুটা হলেও সুবিধা দিচ্ছে ।রিলায়েন্স জিওর বেশ কিছু প্ল্যান এর ক্ষেত্রে দাম বাড়ছে না। তার বদলে কমানো হয়েছে ভ্যালিডিটি। কোন কোন প্ল্যানের ক্ষেত্রে মিলবে এই সুবিধা? আসুন জেনে নেওয়া যাক একনজরে।
জিওর 239 টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর বহু গ্রাহক 28 দিনের এই রিচার্জ প্ল্যান ব্যবহার করতেন। জিওর অন্যতম জনপ্রিয় প্ল্যান ছিল এটি। বর্তমানে এটির ভ্যালিডিটি বেশ কয়েকদিনের জন্য কমানো হয়েছে। 28 দিনের এই প্ল্যানটির বর্তমান ভ্যালিডিটি 22 দিন। যেখানে মিলছে দৈনিক 1.5 জিবি ডেটা সঙ্গে 100টি SMS ও আনলিমিটেড ভয়েস কল। তবে মনে রাখবেন এই রিচার্জের সঙ্গে কিন্তু আনলিমিটেড 5G অফার পাওয়া যাবে না।
জিওর 666 টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর এই প্ল্যানটিও যথেষ্ট জনপ্রিয়। 84 দিনের জন্য বহু গ্রাহক প্ল্যানটি রিচার্জ করে থাকেন। এই প্ল্যানেরও দাম বাড়ায়নি জিও। তবে এখানেও কমে গিয়েছে ভ্যালিডিটি। আগে 84 দিন ধরে মিলতো ১.৫ জিবি ডাটা, আনলিমিটেড কল, ১০০ টি এসএমএসের সুবিধা। এখন দিন কমে গিয়ে তা হয়েছে 70 দিন। বাদ বাকি সমস্ত সুবিধাই দেওয়া হবে। এছাড়াও, এখানে আনলিমিটেড 5G অফারটি বন্ধ করা হয়েছে।
জিওর 719 ও 749 টাকার রিচার্জ প্ল্যান
আগের দুটি ছাড়াও রিলায়েন্স জিও ৭১৯ টাকা ও ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যানে বদল এনেছে। আগে ৭১৯ টাকার প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত বর্তমানে সেটা হয়ে গিয়েছে ৭০ দিন। এছাড়া ৭৪৯ টাকার প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত বর্তমানে সুবিধা পাওয়া যাবে ৭২ দিন ধরে। আপনি অবশ্যই রিচার্জ করার আগে সমস্ত প্ল্যান সম্পর্কে জেনে নেবেন। তারপর মোবাইল রিচার্জ করবেন।