Advertisement

NHAI Recruitment: ভারতীয় জাতীয় সড়কপথে কর্মী নিয়োগ! আবেদনের শেষ তারিখ ০২/০২/২৪

NHAI Recruitment: ভারতীয় জাতীয় সড়ক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মোটা অংকের বেতনের চাকরির আশায় বসে আছেন তাদের জন্য খুশির খবর নিয়ে আজকের এই প্রতিবেদনে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করলেই এই পদে আবেদন করতে পারবে। এই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর কত বছর বয়সে প্রয়োজন ? এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন কত ? এই পদে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া ? এসব বিস্তারিত তথ্য রয়েছে এই প্রতিবেদনে।

NHAI Recruitment 2024

বয়সসীমা : এই পদে 18 বছর থেকে 56 বছর বয়সের মধ্যে যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে।
শূন্যপদ: ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ও ম্যানেজার (টেকনিক্যাল) এই ২টি পদের জন্য শূন্যপদ আলাদা। যেমন-
১) ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদে মোট 27 টি শূন্যপদ।
২) এবং ম্যানেজার (টেকনিক্যাল)পদে মোট 22 টি শূনপদ রয়েছে।
বেতন : ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 78800 টাকা থেকে 209200 টাকা বেতন এবং ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য প্রার্থীকে মাসিক 67700 টাকা থেকে 208700 টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন – Oil India Recruitment: ইন্ডিয়ান ওয়েল লিমিটেড কোম্পানিতে ভিন্ন পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করতে হবে। এবং প্রার্থীদের মহাসড়ক, সড়ক ও সেতু সম্পর্কিত কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার পদ্ধতি

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে ।
১) আবেদনের জন্য প্রথমে আবেদনকারীকে www.nhai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যবহৃত ইমেল আইডি, নাম, পাসওয়ার্ড, আধার কার্ড নম্বর, ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশনের পর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে একটি আবেদনপত্র আসবে। প্রার্থীদের আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
৩) আবেদানপত্র সঠিকভাবে পূরণের পর যেসব ডকুমেন্টস চাইবে সেগুলি সঠিকভাবে আপলোড করতে হবে । এভাবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪) আবেদনের শেষে আবেদনের ফরমেটটির প্রিন্ট আউট বার করতে হবে।

আবেদন করার পর আবেদনকারীকে ১৯/০২/২০৪ তারিখের আগে অনলাইনে আবেদনের যথাযথভাবে পূরণ করা প্রিন্ট-আউট, আবেদনকারীর মূল বিভাগ দ্বারা নির্ধারিত ‘যাচাইকরণ শংসাপত্র এবং গত পাঁচ (05) বছরের APARS/ACR-এর ফটোকপি সহিত নিচে দেওয়া নির্দিষ্ট পদে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

For DGM (Tech)
DGM (HR & Admn-III)-NG
National Highways Authority of India
Plot No.G-5&6, Sector-10, Dwarka,
New Delhi-110075

For Manager (Tech)
DGM (HR & Admn-I)-SKM
National Highways Authority of India
Plot No.G-5&6, Sector-10, Dwarka,
New Delhi-110075

আরও পড়ুন – WB Asha Recruitment: রাজ্যের এই জেলায় আশাকর্মী নিয়োগ! শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ০২-০২-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদনের লিঙ্কClick Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.nhai.gov.in

Related Articles

Back to top button