Oil India Recruitment: অয়েল ইন্ডিয়ার বিশেষ পদে কর্মী নিয়োগ। আবেদন জানান শীঘ্রই

Oil India Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এতদিন যাঁরা ভালো বেতনের চাকরি খুঁজছিলেন তাঁদের জন্য এবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করল অয়েল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি সংস্থার তরফে নতুন নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সংস্থার বিশেষ পদে রয়েছে কর্মখালি। আর সেই শূন্যপদ পূরণে শুরু হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া। কোন পদের জন্য চলছে নিয়োগ? কারা আবেদন জানাতে পারবেন এখানে? সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Oil India Recruitment Notification

Advertisement No.7/25/2023-PESB
নিয়োগকারী সংস্থাOil India Limited
পদের নামDirector (Finance)
মোট শূন্যপদofficial Notification দেখুন
Walk-In-Interview তারিখ05/03/2024

Oil India Vacancy 2024 Details

১) ভ্যাকেন্সি ডিটেলস: সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)-এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংস্থায় ডিরেক্টর (ফিনান্স) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট পদে নিয়োগ পাওয়া প্রার্থীর জন্য রয়েছে উচ্চ বেতনের সুবিধা। তবে আবেদনের জন্য রয়েছে বেশ কিছু শর্ত। আসুন জেনে নেওয়া যাক সে বিষয়ে বিস্তারিত।

Oil India Recruitment 2024 Educational Qualification

২) শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা অয়েল ইন্ডিয়ার ডিরেক্টর (Oil India Recruitment for Director) পদের জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে অংশ নিতে পারবেন এমন প্রার্থীরা যাঁদের সিনিয়র লেভেল কাজে রয়েছে পাঁচ বছরের অভিজ্ঞতা ও কর্পোরেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা কর্পোরেট অ্যাকাউন্টসের কাজের ক্ষেত্রে রয়েছে দশ বছরের অভিজ্ঞতা। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

Oil India Recruitment -এর জন্য বয়সসীমা ও বেতন

৩) বয়সসীমা: যে সকল প্রার্থীরা অয়েল ইন্ডিয়ার রিক্রুটমেন্টে (Oil India Recruitment 2024) আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা জেনে রাখুন, আবেদন প্রক্রিয়ায় বয়সসীমাকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে।

৪) বেতন: যে সকল প্রার্থীরা এখানে যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। জানা যাচ্ছে, প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ১৮০০০০ টাকা থেকে ৩৪০০০০ টাকা পর্যন্ত।

আবেদন জানাবেন কিভাবে?

৫) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে online -এ আবেদন জানাতে হবে। কি ভাবে আবেদন জানাবেন জানুন-

  • (A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সাইটটি- (https://pesb.gov.in/)
  • (B) এরপর এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
  • (C) তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি হল-

(Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
Block No. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003).

৬) আবেদনের সময়সীমা: এই নিয়োগের আবেদন জানানো যাবে আগামী ৩ মার্চ ২০২৪-এর মধ্যে। এরপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। প্রার্থীরা অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দেবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

Oil India Recruitment -এর জন্য গুরুত্বপূর্ন লিঙ্ক

Official WebsiteClick
Official notification (PDF File)Download
আরও চাকরির খবরClick

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.