LPG Cylinder Price: বিরাট খবর! রান্নার গ্যাসের দাম নিয়ে লোকসভা ভোটের আগেই বড় উপহার আমজনতার

LPG Cylinder Price: বছর পড়তেই ভোটের দামামা বেজেছে। চলতি বছরেই দেশে আসন্ন লোকসভা নির্বাচন। আর ভোট আসার আগেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু জনগনের অবস্থার উন্নতি হচ্ছে কি! হাজারও মত পার্থক্যের মধ্যে আমজনতার জন্য বিরাট সিদ্ধান্ত নিল সরকার। এক ধাক্কায় কমছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান, খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারের দাম কমবে অনেকটা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর মিশ্র মন্তব্যের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Cylinder Price কত হবে?

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে জীবনধারণ কার্যত কঠিন হয়েছে ভারতবাসীর। চড়া দামে দ্রব্য কিনতে নাভিশ্বাস দশা মধ্যবিত্তের। ভারতের প্রত্যেকটি পরিবারের অপরিহার্য উপাদান হল এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder)। গ্রার্হস্থ গ্যাসের দাম (LPG Cylinder Price) বেড়ে যাওয়ায় বিশেষ অসুবিধার সম্মুখীন নাগরিকরা। প্রতিমাসে রান্নার গ্যাসের জন্য মোটা টাকা গুনতে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন – Paytm Payment Bank বন্ধ হচ্ছে! তবে কি আপনি Paytm ব্যবহার করতে পারবেন না!

এদিকে কমার বদলে উল্টে বেড়েই যাচ্ছে সিলিন্ডারের দাম। এভাবে চললে দৈনন্দিন জীবন চলবে কিকরে! সপাট প্রশ্ন তুলছেন আমজনতা। দেশের দিকে দিকে বিক্ষোভ করছেন নাগরিকরা। সিলিন্ডারের দাম কমানো নিয়ে অসন্তোষের আগুন ছড়িয়েছে বঙ্গভূমিতেও। তবে গত বছরের পুজোর সময় থেকে জনগণের কথা শুনেছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) কমেছে প্রায় দুই শত টাকা। বিষয়টি নিয়ে আপত্তি তোলে খনিজ তেল কোম্পানিগুলি।

Commercial and Domestic LPG Cylinder Price

তবে মোদী সরকার আমজনতার কথা ভেবেই কিছুটা কমায় রান্নার গ্যাসের মূল্য। গত বছরের অগাস্ট থেকে আপাতত অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের মূল্য। তবে বানিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Cylinder Price) ওঠানামা চলছেই। পুজোর আগে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম (Domestic Gas Cylinder Price) ছিল 1100 টাকার কাছাকাছি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক দুশো টাকা কমতে নশো উনত্রিশ টাকায় (929 টাকা) ঠেকেছে রান্নার গ্যাসের মূল্য।

আরও পড়ুন – Gold Loan নেবেন ভাবছেন? জানুন কি ভাবে মিলবে গোল্ড লোন ও কি কি নথি প্রয়োজন

বিজেপি সরকারের নতুন ঘোষণা Gas Cylinder Price নিয়ে

তবে সাম্প্রতিক সাংবাদিক সন্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপি সরকার রান্নার গ্যাসের মূল্য লোকসভা নির্বাচনের আগে আরও দুশো টাকা কমাতে পারে। তবে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা, পরবর্তীতে রান্নার গ্যাসের দাম ফের বাড়াবে মোদী সরকার। আর তা মধ্যবিত্তের নাগালের বাইরে থাকবে। যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। তবে সত্যিই যদি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র রান্নার গ্যাসের দাম কমায়, তবে স্বাভাবিকভাবেই তা আমজনতার কাছে একটি খুশির খবর হবে।