Oil India Recruitment: ইন্ডিয়ান ওয়েল লিমিটেড কোম্পানিতে ভিন্ন পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Oil India Recruitment: প্রতি বছরের মতো ভারতীয় ওয়েল লিমিটেড কোম্পানিতে সিনিয়র অফিসার সহ ভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা অনেকদিন ধরে মোটা বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিটি পদের বিস্তারিত তথ্য জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Oil India Recruitment For Various Posts 2024

আবেদন মূল্য : এই পদগুলিতে আবেদনের জন্য General, OBC প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 500 টাকা জমা করতে হবে এবং ST,SC, PWD,EWS, Ex-servicemen কোনরকম আবেদনমূল্য লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে প্রার্থীদের কম্পিউটার বেসিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে।আবেদনের শেষ তারিখ : এই পদগুলিতে প্রার্থীরা আগামী 29/01/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

আরও পড়ুন – WB Asha Recruitment: রাজ্যের এই জেলায় আশাকর্মী নিয়োগ! শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়

১) সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (অর্থোপেডিকস)
শূন্যপদ : এই পদে মোট 1টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী 80000 টাকা থেকে 220000 টাকা বেতন পাবে।

২) সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (রেডিওলজি)
শূন্যপদ : এই পদে মোট 2টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 80000 টাকা থেকে 220000 টাকা বেতন পাবে।

৩) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ)
শূন্যপদ : এই পদে মোট 2টি শূন্যপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 80000 টাকা থেকে 220000 টাকা বেতন পাবে।

৪) সিনিয়র অফিসার (রাসায়নিক)
শূন্যপদ : এই পদে মোট 2টি শূনপ্যদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 80000 টাকা থেকে 220000 টাকা বেতন পাবে।

৫) সিনিয়র অফিসার (ইলেকট্রিকাল)
শূন্যপদ : এই পদে মোট 10টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

৬) সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড)
শূন্যপদ : এই পদে মোট 11টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

৭) সিনিয়র অ্যাকাউন্টস অফিসার/সিনিয়র ইন্টারনাল :
শূন্যপদ :
এই পদে মোট 11টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

৮) সিনিয়র অফিসার (মেকানিক্যাল)
শূন্যপদ : এই পদে মোট 41টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

৯) সিনিয়র অফিসার (তথ্য প্রযুক্তি)
শূন্যপদ : এই পদে মোট 3টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

১০) সিনিয়র অফিসার (ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন)
শূন্যপদ : এই পদে মোট 6টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

১১) সিনিয়র অফিসার (পেট্রোলিয়াম)
শূন্যপদ : এই পদে মোট 5টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

১২) সিনিয়র ভূতত্ত্ববিদ
শূন্যপদ : এই পদে মোট 3টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

১৩) সিনিয়র অফিসার (HSE)
শূন্যপদ : এই পদে মোট 2টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

১৪) গোপনীয় সচিব
শূন্যপদ : এই পদে মোট 1টি শূনপদ রয়েছে।
বেতন : এই পদের জন্য প্রার্থী মাসিক 60000 টাকা থেকে 180000 টাকা বেতন পাবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা : প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলাদা। প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি লক্ষ্য করুন।
বয়স : এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 40 বছর বয়সের সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন – শুধুমাত্র ইন্টারভিউের মাধ্যমে জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক 18000 টাকা বেতনের ভিত্তিতে

আবেদন করার পদ্ধতি

এই পদগুলিতে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
১) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে https://oilexecutive.cbtexamportal.in/
লিংকে গিয়ে নিজের মোবাইল নাম্বার ও ইমেইল আইডির দিয়ে ওটিপি-র মাধ্যমে রেজিস্টার করতে হবে
২) রেজিস্ট্রেশনের পর পুনরায় লগইন করে যে আবেদনপত্র আসবে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে ‌।
৩) আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস চাইবে সেগুলো সঠিকভাবে আপলোড করতে হবে।
৪) সবার শেষে কাস্ট হিসাবে আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক

আবেদনের শেষ তারিখ২৯-০১-২০২৪
অফিসিয়াল নোটিশ (PDF Download)Click Here
আবেদনের লিঙ্কClick Here
অফিশিয়াল ওয়েবসাইটwww.oil-india.com

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.