Saturday, October 26, 2024
HomeEconomyPAN Aadhaar Link - বিরাট সুখবর! প্যান কার্ডের সাথে আধার লিংক নিয়ে...

PAN Aadhaar Link – বিরাট সুখবর! প্যান কার্ডের সাথে আধার লিংক নিয়ে বড় আপডেট

প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।এই কার্ডে ১০ সংখ্যার নম্বর-সহ এক জন ব্যক্তির নাম, জন্ম তারিখ সহ বিশদ বিবরণ রয়েছে। তাই প্যান কার্ডকে নিরাপদ এবং সুরক্ষিত রাখা প্রয়োজনীয়। প্যান কার্ডকে সুরক্ষিত রাখতে আয়কর দফতর কয়েক বছর আগেই প্যান ও আধার কার্ড (PAN Aadhaar Link) সংযুক্তিকরণের কথা জানিয়েছিল। প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ না করলে প্যান কার্ডকে বাতিল করা হতে পারে বলে কেন্দ্র জানিয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রাথমিক ভাবে প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা ছিল মার্চ ৩১, ২০২২ তারিখ পর্যন্ত। তবে পরে তা ৩০ জুন, ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছিল।তারিখ বাড়ানো হলেও প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে জরিমানা দিতে হবে।জরিমানা বাবদ ৫০০ টাকা চার্জ দিয়ে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক হচ্ছিল। এর পরবর্তিকালে প্যান এবং আধার লিঙ্ক করার সময় সীমা আরও একবার ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়। আবারও লিঙ্ক চার্জও বাড়িয়ে ১০০০ টাকা করা হয়।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন

আয়কর দফতরের তরফে দুই পরিচয়পত্র লিঙ্ক করার শেষ তারিখ দেওয়া হয়েছিল ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। নির্দিষ্ট তারিখের মধ্যে লিঙ্ক না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত অনেকে প্যান ও আধার কার্ডের (PAN Aadhaar Link) লিঙ্কের কাজ সম্পূর্ণ করেনি।তাই কেন্দ্রীয় সরকার PAN Aadhaar Link সময়সীমা আবার বাড়াল। প্যান এর সাথে আঁধার লিঙ্ক এর সময়সীমা ৩১ মার্চ ২০২৩ ছিল।

সেই সময়সীমা আগামী ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বাড়ানো হল। ২৮ শে মার্চ ২০২৩ তারিখ অর্থ মন্ত্রক এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। তবে শুধুমাত্র তারিখ টাই বাড়ানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্যান – আঁধার লিংকের টাকার পরিমান একই থাকছে ১০০০ টাকা।

এর পাশাপাশি অর্থ মন্ত্রকের তরফ থেকে এও জানানো হয়েছে যারা ৩০শে জুনের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবে না তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হয়ে গেলে সেই প্যান কার্ডকে আবার চালু করার জন্য ১০০০ টাকা ফী জমা করার ৩০ দিনের মধ্যে নিষ্ক্রিয় প্যান কার্ডটি চালু হবে। সরকারি ভাবে প্যান ও আঁধার লিঙ্ক যেহেতু বাধ্যতামূলক তাই করতেই হবে। তাই যারা এখনো প্যান এর সাথে আঁধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি তারা ৩০ শে জুনের মধ্যে অবশ্যই করিয়ে নিন।

দেশের প্রত্যেক নাগরিক অর্থাৎ যাদের প্যান কার্ড রয়েছে তারা যেন তাদের প্যান কার্ডের সাথে আঁধার লিঙ্ক করিয়ে নেন,তার জন্য আগেও কয়েকবার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছিল। আগে লিঙ্ক করিয়ে নিলে হয়তো এই ১০০০ টাকা দেওয়ার প্রয়োজন হতো না। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২৮ শে মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ৫০ কোটিরও বেশি প্যান কার্ড ইতিমধ্যেই আঁধার কার্ডের সাথে যুক্ত করা হয়েছে।

PAN Aadhaar Link

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংকের সহজ পদ্ধতি?
১)প্রথমেই Income Tax এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in এ যেতে হবে।
২)এখানে লগইন ডিটেলস দিয়ে লগইন করুন। লগইন ডিটেলস না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
৩)এরপর Link Aadhar নামের অপশনে ক্লিক করুন।
৪) এরপর সেই পেজে আপনি আপনার আঁধার নম্বর, প্যান কার্ড লিখুন।
৫)সব কিছু লিখা কমপ্লিট হয়ে গেলে’ I agree to validate my aadhar details ‘ এ ক্লিক করুন। এরপর Next অপশন এ ক্লিক করুন।
৬)এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি নির্দিষ্ট স্থানে লিখতে হবে।
৭)এরপর অনলাইনের মাধ্যমে আপনাকে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন হলেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।
হোয়াটস্যাপ গ্রুপেযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলেযুক্ত হন
Google News – এযুক্ত হন
Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments