Advertisement
Economyটেকনোলজি

Paytm Payment Bank বন্ধ হচ্ছে! তবে কি আপনি Paytm ব্যবহার করতে পারবেন না!

Paytm Payment Bank News: বুধবার ৩১ জানুয়ারি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত পরিষেবা নিষিদ্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৯ ফেব্রুয়ারির পর, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে অ্যাকাউন্ট বা ওয়ালেটে নতুন আমানত গ্রহণ করা বন্ধের নির্দেশ দিয়েছে আরবিআই। এর পরই, চিন্তায় পড়ে গিয়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবাই নিষিদ্ধ হবে, নাকি, পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের উপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে, প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ।

পেটিএম ব্র্যান্ডের মালিক হল ওয়ান৯৭ কমিউনিকেশনস। এই সংস্থার দুটি পরিষেবা রয়েছে – একটি হল পেটিএম অ্যাপ, অন্যটি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payment Bank)। আরবিআই নিষেধাজ্ঞা আরোপ করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবাগুলির উপর। পেটিএম অ্যাপের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ, পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা আগের মতোই অ্যাপের যাবতীয় পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Paytm-এর কি কি সুবিধা পাওয়া যাবে?

আরবিআই-এর নিষেধাজ্ঞার পর,  গ্রাহকরা তাদের সেভিংস-কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড সুবিধা, ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদি পরিষেবা ব্যবহার করতে পারবেন না। পেটিএম অ্যাপের ওয়ালেটে যারা টাকা রেখেছেন, আরবিইআই-এর নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না তাদের উপর। ইউপিআই এবং আইএমপিএস-এর মতো পেমেন্ট পরিষেবাগুলিও আগের মতোই ব্যবহার করা যাবে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার করা যাবে

Paytm Payment Bank -এর কি কি সুবিধা বন্ধ হবে?

২০২৪-এর ১ মার্চ থেকে কোনও পেটিএম ওয়ালেট, ফাস্টট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি প্রিপেইড সুবিধাগুলিতে আর টাকা জমা করা না গেলেও, পেটিএম অ্যাপ থেকে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করা যাবে। কিন্তু ১ মার্চের পর, সেই ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা গ্রহণ করা যাবে না। তবে, ওই অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে। কোথাও ক্যাশব্যাক অফার থাকলে, সেই টাকাও ঢুকবে। টাকা ফুরিয়ে না যাওয়া অবধি মোবিলিটি কার্ড, ফাস্টট্যাগ ইত্যাদি ব্যবহার করা যাবে। তবে ১ মার্চের পর, এতে আর কোনও টাকা রাখা যাবে না।

বুধবারই, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বলেছিল, আরবিআই-এর নির্দেশাবলী মেনে চলার জন্য তারা অবিলম্বে পদক্ষেপ করছে। এদিন সংস্থা আরও বলেছে, লগ্মিকারীদের বিনিয়োগ সুরক্ষিত রয়েছে। পেমেন্টস ব্যাঙ্ককে আরবিআই-এর সাম্প্রতিক নির্দেশাবলীর প্রভাব পেটিএম মানির কর্মকাণ্ডে পড়বে না। আরবিআই-এর এই ঘোষণার পর থেকে, আতঙ্ক তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে। যার জেরে ক্ষতির মুখে পড়েছে পেটিএম। বর্তমানে সংস্থার শেয়ারের দাম ক্রমে পড়ছে।

Probir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Related Articles

Back to top button