পিএম কিষান যোজনার ভাতা ৬০০০ থেকে বেড়ে ৯০০০, পাবেন কেবল এই কৃষকরাই | PM-Kisan Samman Nidhi

PM-Kisan Samman Nidhi – কৃষকদের জন্য বিরাট সুখবর। পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় এতদিন কৃষকরা বছরে তিনবার ২০০০ করে মোট ৬০০০ টাকা পেতেন। এবার তার সঙ্গে আরও ৩০০০ টাকা অতিরিক্ত ঢুকতে চলেছে একাউন্টে। অর্থাৎ মোট ৯ হাজার টাকা পাবেন কৃষকরা। তবে এই টাকা কেন্দ্র সরকার নয়, বরং রাজ্য সরকার দিচ্ছে কৃষকদের উন্নতির জন্য। তাই কেবল রাজ্যের নাগরিক কৃষকরাই এই সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বর্তমানে কী সুবিধা পান কৃষকরা?
পিএম কিষাণ যোজনা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমানে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা দেওয়া হয়। এই অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে এবং তারা এটি কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন – বাড়িতে ৩০,০০০ টাকা উপার্জন করা যায়, এই ৭ টি উপায়ে – online earning Way
পিএম কিষাণ যোজনার (PM-Kisan Samman Nidhi) ভাতা বেড়ে ৯০০০, রাজস্থান সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় অতিরিক্ত ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই বৃদ্ধির ফলে কৃষকরা বছরে মোট ৯০০০ টাকা করে আর্থিক সুবিধা পাবেন। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী দিয়া কুমারী এই ঘোষণা করেন।
কোন রাজ্যে বাড়ানো হল এই অনুদান?
এই অতিরিক্ত ৩০০০ টাকার সুবিধা শুধুমাত্র রাজস্থানের কৃষকদের জন্য প্রযোজ্য। রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সেখানকার কৃষকরা বছরে ৯০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়ানো হতে পারে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা এই অনুদান ১২০০০ টাকা পর্যন্ত বাড়াবে। যদিও এখন ৩০০০ টাকা বাড়ানো হয়েছে, ভবিষ্যতে এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন – বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১৬ লক্ষ পরিবার পাবে ১.২ লাখ টাকা করে
কৃষকদের জন্য কী সুবিধা হবে?
এই অতিরিক্ত অর্থ কৃষকদের কৃষিকাজের জন্য বড় সহায়তা হবে। সার, বীজ, কৃষিযন্ত্রপাতি কেনার পাশাপাশি দৈনন্দিন খরচ মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, অন্যান্য রাজ্য সরকারগুলোও যদি রাজস্থানের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে সারা দেশের কৃষকরা আরও আর্থিক সহায়তা পাবেন।
অন্যান্য রাজ্যের প্রতিক্রিয়া
রাজস্থানের এই সিদ্ধান্ত কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এখন দেখার বিষয়, অন্যান্য রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষকদের স্বার্থে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশসহ অন্যান্য রাজ্যও এই ধরনের উদ্যোগ নিতে পারে।