Post Office Scheme – নিজের টাকা ডবল করতে বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে। বর্তমান ভারতের প্রচুর বিনিয়োগ বিকল্প থাকলেও, সাধারণ মানুষ এখনো সুরক্ষিত বিনিয়োগ হিসাবে ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসি স্কিম কেই মনে করে এবং সেগুলিতেই সচরাচর বিনিয়োগ করে থাকেন। কিন্তু আপনি কি জানেন পোস্ট অফিস এমন একটি বিনিয়োগ প্রকল্প (Post Office Scheme) রয়েছে যেই প্রকল্পে টাকা দিলে আপনার টাকা দ্বিগুণ হয়ে যেতে পারে। জানেন এই প্রকল্পের নাম কি কিভাবে আবেদন করা যায়?
এই প্রকল্পটির নাম কিষান বিকাশ পত্র (Krishan Bikash Patra). ১ এপ্রিল, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে উপলব্ধ সুদের হার ৭.২ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করে দিয়েছেন। সুদের হার বেড়ে যাওয়ার পর থেকে বর্তমানে এই প্রকল্পে টাকা রাখলে আপনার টাকা খুব সহজেই অল্প সময়ের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে।
আরও পড়ুন – Ladli Behna Yojana – কেন্দ্রীয় নতুন প্রকল্পে মহিলারা মাসে পাবেন ১ হাজার টাকা।
কিষান বিকাশ পত্র (Krishan Bikash Patra) হলো কেন্দ্রীয় সরকারের একটি নামকরা প্রকল্প যে প্রকল্পের সুবিধা আমরা শুধুমাত্র ডাকঘরে পেয়ে থাকি। এই বিনিয়োগ প্রকল্পে টাকা জমা করলে একটা নির্দিষ্ট সময়ের পর খুব সহজেই আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। এই প্রকল্পটি (Krishan Bikash Patra) বিশেষভাবে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তৈরী করা হয়েছে। এতে আপনি কমপক্ষে হাজার টাকা এবং সর্বোচ্চ আপনার যত ইচ্ছা বিনিয়োগ করতে পারবেন।
কীভাবে আপনি এই স্কিমের (Post Office Scheme) মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করবেন?
- ১) আপনি যে কোন পোস্ট অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম কালেক্ট করে ফর্ম ফিলাপের মাধ্যমে এই একাউন্ট খুলতে পারবেন।
- ২) এই স্কিমে আপনি নুণ্যতম হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন।
- ৩) এই স্কিমের অধীনে একক বা যৌথভাবে দুই বা তিনজন মিলে একটি অ্যাকাউন্ট খোলা যায়।
- ৪) এই প্রকল্পে দশ বছরের ঊর্ধ্ব বয়সি শিশুদের নামেও টাকা বিনিয়োগ করা যেতে পারে।
আগে এই প্রকল্পে (Post Office Scheme) টাকা রাখলে আপনার টাকা দ্বিগুণ হতে লাগতো ১২০ মাস যা বর্তমানে সুদের হার বেড়ে যাবার পর ১১৫ মাসে এসে দাড়ায়। আপনি যদি এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১১৫ মাস পরে আপনি মেয়াদ শেষ হবার পর ২০ লক্ষ টাকা পাবেন৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে। তাই আপনি যদি এখন কোন সুরক্ষা যুক্ত এবং ভালো স্কিমে বিনিয়োগ (Post Office Scheme) করতে চান তাহলে আপনি এক্ষুনি চোখ কান বুজে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন – 1000 Rupees Note – ফের এক হাজার টাকার নোট ! কী জানালো RBI?