Jio careers Job– ভারতবর্ষের নামকরা কোম্পানিতে কি আপনি চাকরি করতে আগ্রহী? তাহলে রিলাইন্স জিও (Reliance Jio) আপনার জন্য নিয়ে এসেছে সেই সুযোগ। জিও কেরিয়ারের তরফে বেশ কয়েক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ (jio recruitment) করা হবে বলে জানানো হয়েছে। একেবারে কম যোগ্যতায় পুরুষ ও মহিলা সহ সকলেই এখানে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই ভালো টাকা মাইনে পাবেন।
মোট ১৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ (Jio careers) করা হবে, কোন কোন পদে আবেদন করা যাবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা মাইনে পাবেন প্রকৃতি সমস্ত কিছু জানতে এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
আরও পড়ুন – Bandhan Bank careers – উচ্চমাধ্যমিক পাশে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ!
Jio-তে যেসব পদে নিয়োগ (Jio careers) হবে
১) Freelancer – 7000
২) Jio Smart Sales Trainee – 7731
৩) Sales Associate, Business Operations – 2500
৪) Sales And Distribution – 843
৫) Customer Service – 500
৬) Engineer – 241
৭) IT – 70
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।
এই চাকরিতে আবেদন (Jio careers) করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে আপনার মাসিক বেতন ১৩০০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন (Jio careers Online Apply) করার পর প্রার্থীদের একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করলে নেওয়া হবে ইন্টারভিউ। পরবর্তীতে সেই ইন্টারভিউতে পাস করলে চাকরিতে নিয়োগ করা হবে।
এই চাকরিগুলিতে আবেদন করার জন্য,জিও কেরিয়ারের ওয়েবসাইটে (https://careers.jio.com) গিয়ে আপনাদের আবেদন করতে হবে।
প্রথমেই আপনাদের নিজের সমস্ত তথ্য দিয়ে Registration কমপ্লিট করতে হবে তারপর আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। তবে এখনো পর্যন্ত কোম্পানি তরফে আবেদন করার কোন শেষ তারিখ দেওয়া হয়নি। তাই আপনি যতদিন ইচ্ছা এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
এই চাকরিতে আবেদন করার জন্য কোন রকম টাকা পয়সা লাগবে না। যদি কেউ এই চাকরির নাম করে আপনার থেকে টাকা পয়সা চায় তাহলে কখনোই তাকে সেই টাকা পয়সা দেবেন না। একটি কথা মাথায় রাখবেন এই ধরনের চাকরির জন্য কখনোই কোন আবেদন ফি লাগেনা।
***আমরা কোনরকম জব সংস্থার সাথে যুক্ত নয় ও আমরা কোন জব প্রদানকারী সংস্থা নই। এই জব পেতে আপনাকে অফিসে ওয়েবসাইটেই শুধু মাত্র যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন – কলকাতা পুরসভায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে! এই নিয়োগের বিস্তারিত জেনে নিন।