Railway Recruitment: রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে। অবশ্যই মাধ্যমিক যোগ্যতা থেকে থাকলে প্রার্থীরা এই প্রতিবেদনটি ভালো করে অধ্যায়ন করুন। আবেদনের আগে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য যেমন আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি তথ্য জেনে নিন।
Railway Recruitment Notification 2024
শিক্ষাগত যোগ্যতা : এই পদগুলিতে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ কিছু পদে প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এবং কিছু পদে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন।
বয়সসীমা : আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে সংরক্ষিত আবেদন প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। নোটিফিকেশনের নিয়ম অনুসারে ST, SC ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর,OBC প্রার্থীরা 3 বছর এবং PWD প্রার্থীরা 10 বছর বয়সের শিথিলতা পাবে।
শূন্যপদ : Apprentices এর ভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। Apprentices এর প্রতিটি পদের সবমিলিয়ে মোট 2860টি শূন্যপদ রয়েছে।
Railway Recruitment -এ আবেদন পদ্ধতি
প্রতিটি পদে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন জানাতে পারবে। আবেদন করার সময় আবেদন প্রার্থীদের নিচের নিয়মগুলি অবলম্বন করে আবেদন করতে হবে।
- Railway Recruitment -এর আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের প্রথমেই রেজিস্টার করার জন্য https://iroams.com/RRCSRApprentice24/applicationIndex এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর ইউনিট সিলেক্ট করুন ,যে পদে আবেদন করবেন সেই পদ সিলেক্ট করতে হবে, ব্লকের নাম সিলেক্ট করুন, ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- রেজিস্ট্রেশন ভালোভাবে সম্পন্ন হওয়ার পর আবেদনকারীদের https://iroams.com/RRCSRApprentice24/searchApplication এই লিংকে গিয়ে ট্রানজেকশন আইডি, জন্মতারিখ, বৈধ মোবাইল নাম্বার, ইত্যাদি তথ্য দিয়ে লগইন করতে হবে।
- লগইন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন এবং সর্বশেষ আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আবেদন মূল্য ও নিয়োগ প্রক্রিয়া
আবেদন মূল্য : এই পদগুলিতে আবেদনের জন্য ST,SC, PWD,WOMEN প্রার্থীরা ছাড়া সকল প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : এই পদগুলিতে প্রার্থীদের উভয় ম্যাট্রিকুলেশন (ন্যূনতম 50% মোট নম্বর সহ) এবং ITI পরীক্ষার নাম্বারের ভিত্তি এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : উপরিক্ত পদগুলিতে 29/01/2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনকারীরা 28/02/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
Official Website – click
Online Apply Link – Click
Official notification PDF – Downlaod