Savings account – বর্তমান জীবনযাপন করার পাশাপাশি প্রত্যেকের ভবিষ্যতের জন্য অর্থ সংগ্রহ করা উচিত। নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই নিজের সঞ্চিত অর্থ জমা রাখেন। তবে কষ্ট করে উপার্জন করা টাকা কোথায় গচ্ছিত রাখবেন, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। কারন আজকের দিনে বাজারে অনেক অপশন খোলা আছে।তবে মধ্যবিত্তদের একটি বড় অংশের মানুষ ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে (Savings account) টাকা রাখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।সেভিংস অ্যাকাউন্ট খোলার মূল উদ্দেশ্য হল অর্থ সংগ্রহ করে রাখা। যা ভবিষ্যতে ব্যবহার করার জন্যই সাধারণত রাখা হয়।
তবে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার নির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু এই বিষয়টি অনেকেই জানেন না। এই নিয়ম না জানার কারণেই আমজনতা মাঝে মধ্যে আর্থিক টানাপোড়নের মধ্যেও পড়েন। হ্যা সেভিংস অ্যাকাউন্ট (Savings account) ন্যূনতম ব্যালেন্স জমা না রাখলে ব্যাঙ্কগুলি ফাইন করতে থাকে। আর সেই ফাইনের অর্থ অ্যাকাউন্টে জমা টাকা থেকেই কেটে নেওয়া হয়। তাই সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার আগে নির্দিষ্ট নিয়মগুলি জেনে নেওয়া দরকার। আর এবার ঠিক এই বিষয়টা নিয়েই কড়া নির্দেশ দিল RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সর্বোচ্চ কত টাকা রাখা যাবে এবার সেই সীমা বেঁধে দিল আরবিআই।
আরও পড়ুন – Business ideas – ব্যবসা আপনার টাকা দেবে সরকার, এই ব্যবসা করে মাসে আয় করুন লক্ষাধিক টাকা।
Savings account ব্যাঙ্কে টাকা জমা করার ক্ষেত্রে RBI এর নতুন নিয়ম?
১) রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন ব্যাঙ্কের একটি সেভিংস অ্যাকাউন্টে (Savings account) কোনও গ্রাহক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তার বেশি টাকা জমা রাখা সম্ভব নয়। ওই ব্যাংকে থাকা অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা রাখার সুযোগ পাবেন। তার বেশি অর্থ কোন মতেই তিনি জমা রাখতে পারবেন না।
২) এছাড়াও একজন গ্রাহক চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট (Savings account), মানি মার্কেট অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট এবং প্রিপেড ডেবিট কার্ড অ্যাকাউন্ট সব মিলিয়ে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা রাখতে পারবেন বলে রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে একজন গ্রাহক ৩৫ লক্ষ টাকা হাতে রাখতে পারবেন। তার বেশি অর্থ তিনি কোন মতেই রাখতে পারবেন না বলে জানিয়েছেন RBI.
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট (Savings account) গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কারন সেভিংস অ্যাকাউন্টের বড় সুবিধা হল এখান থেকে যখন ইচ্ছে টাকা তোলা যায়। তবে আগে যখন কেও সেভিংস অ্যাকাউন্ট খুলতেন তখন তাদের মনে একটি প্রশ্ন থাকত তারা তাদের অ্যাকাউন্টে কত টাকা জমা করবেন? কিন্তু এবার আরবিআই নতুন নির্দেশিকা দিয়ে সর্বোচ্চ টাকা রাখার সীমা বেঁধে দিল।
আরও পড়ুন – রেশন না নিলে টাকা পাবেন সরাসরি ব্যাংক একাউন্টে। জানুন কত টাকা পাবেন