SBI – ভারতে থাকা রাষ্ট্রত্ত্ব ব্যাংক গুলির মধ্যে অন্যতম হলো এস বি আই (SBI) অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকে আপনাদের অনেকের অ্যাকাউন্ট রয়েছে। তবে এই ব্যাংকের নিয়মে এবার আসতে চলেছে এক পরিবর্তন। যেটি গ্রাহকদের জানা অত্যন্ত জরুরি। 30 জুন তারিখ থেকে বদল আসছে নিয়মে। এই নিয়ম বদল সম্পর্কে তাদের প্রতিটি গ্রাহকের অবগত হওয়া প্রয়োজনীয়। এসবিআই (SBI) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এ টুইট করে অবগত করেছেন।
৩০ শে জুন থেকে লকার সংক্রান্ত নিয়মে এক বড় পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI). তারা এ বিষয়ে প্রচার শুরু করে দিয়েছে। তারা জানিয়েছেন ৩০ শে জুন এর আগে ব্যাংক এর তরফে দেওয়া নতুন চুক্তি পত্র সাইন করে লকার গ্রাহকদেরকে জমা করতে হবে এছাড়া অনলাইনে ও এই কাজ টি করার সুযোগ দিচ্ছে তারা। অর্থাৎ এই নতুন নিয়ম আরও প্রচারে তারা জোর কদমে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন – Aadhar Update – এবার বাড়ি বসেই করুন আধারের সমস্ত আপডেট।
এসবিআই-এর (SBI) তরফে টুইট করেছে।
গ্রাহকদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ করার জন্য SBI আবেদন জনিছেন। তারা টুইট করে লেখেন,প্রিয় গ্রাহক সংশোধিত লকার অ্যাগ্রিমেন্টের নিষ্পত্তির জন্য অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের ব্র্যাঞ্চে যান। “তবে শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয় ব্যাংক অফ বোরোদা ও এই নোটিশ জারি করেছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন ফরমান জারি করেছে যেখানে বলা হয়েছে, সমস্ত ব্যাঙ্ককে লকার সংক্রান্ত নিয়ম ও চুক্তির তথ্য দিতে হবে। সঙ্গে ব্যাংক গুলি কেও নির্দেশ প্রদান করা হয়ছে, 30 জুনের মধ্যে 50 শতাংশ গ্রাহক ও 30 সেপ্টেম্বরের মধ্যে 75 শতাংশ লকার গ্রাহক অ্যাগ্রিমেন্টে সংশোধন করে জমা করার জন্য।
এই নতুন নিয়ম অনুযায়ী,অগ্নিকাণ্ড, চুরি, ডাকাতি, ব্যাঙ্কের অবহেলা বা কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটলে ব্যাংক গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষতিপূরণ বার্ষিক ভাড়ার 100 গুণের সমান হতে পারে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) লকার ভাড়া বর্তমানে 500 থেকে 3000 টাকার মধ্যে। যদিও চার্জ ভেরি করে আপনার ব্রাঞ্চ কোন জায়গায় অবস্থিত তার উপর। মেট্রো ও মেট্রোপলিসিন সিটিতে লকার ভাড়া 2000, 4000, 8000 টাকা মত। লকার কতো টা ছোটো বড় কোন ব্র্যাঞ্চ এ সেটি রয়ছে তার উপর নির্ভর করে তার ভাড়া।
আরও পড়ুন – Best LIC Policy Plan – জীবন সুরক্ষার পাশাপাশি LIC-র এই প্ল্যানগুলোতে মোটা অঙ্কের রিটার্ন পাবেন।