September Deadline – সময়ের কাজ সময় মতই করতে হয়, তা নাহলে এর চড়া মাশুলও গুনতে হয়। তাই চড়া মাশুল যেন গুনতে না হয় সঠিক সময়ে কাজ করে নেওয়াই ভাল। ঠিক তেমনি সেপ্টেম্বর মাসেও এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলি না করলে আপনাকে চড়া মাশুল গুনতা হতে পারে। কারন এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সময়সীমাও শেষ হতে চলেছে। চলতি সেপ্টেম্বর মাসে এই ৫টি গুরুত্বপূর্ণ কাজের নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি।
এই ৫ টি গুরুত্বপূর্ণ (September Deadline) কাজ কি কি দেখে নিন।
১) ফ্রি আধার কার্ডব আপডেট
বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এটি সকল নাগরিকের পরিচয়পত্র তো বটেই, এর পাশাপাশি স্কুল- কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সর্বত্রই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক নাগরিকই জানেন না যে ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করা জরুরী। আধার আপডেট না করলে আধার কার্ড বাতিল হয়েও যেতে পারে। UIDAI দেশের কোটি কোটি ইউজারদের জন্য বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা করে দিয়েছে।
আগে এই বিনামূল্যে আধার পরিষেবাটি ১৪ জুন, ২০২৩ পর্যন্ত করার সুবিধা ছিল। তবে পরে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস এই সুবিধা বাড়ানো হয়েছে। এই ফ্রি সুবিধা কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। আপনি কি এখনও নিজের আধার আপডেট করেননি। যদি না করে থাকেন, তবে ১৪ সেপ্টেম্বরের মধ্যে বিনামুল্যে (September Deadline) এই কাজটি করে নিন। গ্রাহকরা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বিনামূল্যে তাদের ঠিকানা, মোবাইল নম্বর এবং অন্যান্য বিবরণ আপডেট করতে পারেন। হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে দ্রুত এই কাজটি সম্পন্ন করে নিন।
২) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সঙ্গে প্যান-আধার লিঙ্ক
অর্থ মন্ত্রক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বিদ্যমান গ্রাহকদের অ্যাকাউন্টগুলিকে আধার এবং প্যানের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। অর্থ মন্ত্রক ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই সময়সীমা বেধে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট অফিস বা ব্যাঙ্কে ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্টধারীরা তাদের প্যান এবং আধার লিঙ্ক করে নিন। যদি নির্ধারিত সময়সীমার মধ্যে লিঙ্ক করা না হয়, তবে ১ অক্টোবরের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্ট সাসপেন্ড বা ফ্রিজ করা হতে পারে।
৩) ডিম্যাট অ্যাকাউন্টের নমিনেশন
বাজার নিয়ন্ত্রক SEBI ৩০ সেপ্টেম্বর ২০২৩ ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নমিনেশন করার শেষ তারিখ হিসেবে নির্ধারণ করেছে। যদি ডিম্যাট অ্যাকাউন্টধারী নির্ধারিত সময়সীমার আগে এই নমিনেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ না করেন, তাহলে এমন পরিস্থিতিতে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা যেতে পারে। অর্থাৎ নির্ধারিত সময়সীমা শেষ হতে আর মাত্র ১৯ দিন বাকি আছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত কাজটি সম্পন্ন করে নিন।
আরও পড়ুন – Education Policy – নয়া নির্দেশ শিক্ষক-শিক্ষিকাদের, চাকরি করতে হলে মানতেই হবে এই নিয়ম।
৪) উই কেয়ার ডিপোজিট স্কিম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উই কেয়ার ডিপোজিট স্কিমের গুরুত্বপূর্ণ কাজটি করার সময়সীমা বেধে দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর উই কেয়ার ডিপোজিট স্কিমের কাজটি ৩০ সেপ্টেম্বর ২০২৩-এ শেষ হতে চলেছে। এই স্কিমে ৫ বছর বা তার বেশি মেয়াদের ডিপোজিটের (FD) উপর ৫০ বেসিস পয়েন্টের অতিরিক্ত সুদ দেওয়া হয়। এই স্কিমটি শুধুমাত্র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (September Deadline) রয়েছে, তাই এর সুবিধাগুলি পেতে আপনাকে সময়সীমা শেষ হওয়ার আগে বিনিয়োগ করতে হবে। এসবিআই এর এই সুবিধা পেতে হলে সময়সীমার আগে কাজটি শেষ করে নিন।
৫) ২,০০০ টাকার নোট পরিবর্তন করা
দেশের বৃহত্তম কারেন্সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ১৯মে, ২০২৩ তারিখে ২০০০ টাকার নোট সার্কুলেশনের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ সেই সঙ্গে এই নোটগুলিকে ব্যাঙ্কে ফেরত দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে। আরবিআই ২০০০ টাকার নোট জমা বা বিনিময় করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত নির্ধারণ করেছে। যদি আপনার কাছেও এই গোলাপি নোট থাকে, তাহলে আর দেরি না করে ব্যাংকে গিয়ে জমা করে দিন। এই কাজটি করার জন্য আপনার কাছে আর বেশিদিন সময় নেই। তাই আর দেরি না করে দ্রুত কাজটি শেষ করা উচিত।
আরও পড়ুন – Gas Cylinder – বিরাট বড় সুখবর! রান্নার গ্যাসের দাম কমল, ৬০০ টাকা কমে গ্যাস পাবেন সাধারণ মানুষ।