Advertisement

SJVN Limited recruitment : বিদ্যুৎ নিগমে এপ্রেন্টিস সহ ভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ৪০০ টি।

SJVN Limited recruitment 2023 : বিদ্যুৎ নিগম কোম্পানির তরফে গেজুয়েট এপ্রেন্টিস সহ ভিন্ন পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেসব প্রার্থীরা চাকরির আশায় বসে আছেন এবং বেশি অংকের বেতনের চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই দপ্তরের তরফে তিনটি ভিন্ন পদের কর্মী নিয়োগ করা হবে।

মোট 800টি শূন্য পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আবেদন প্রার্থীর বেতন কত প্রয়োজন ? পদ হিসাবে আবেদন প্রার্থীর বয়স কত প্রয়োজন? এই পদগুলিতে আবেদন পদ্ধতি? এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া? ইত্যাদি বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। আসুন জেনে নিই এই পদগুলির বিস্তারিত তথ্য।

1. গেজুয়েট এপ্রেন্টিস(Graduate Apprentice)

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্যাজুয়েশন পাস করতে হবে।
বয়স : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের কাস্ট হিসাবে ST,SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : এই পদে 175 টি শূন্যপদ রয়েছে, প্রতিটি ইঞ্জিনিয়ারিং পদের জন্য শূন্যপদ আলাদা আরও জানতে Official Notification দেখুন।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 10000 টাকা বেতন দেওয়া হবে।

2. টেকনিশিয়ান এপ্রেন্টিস (Technician Apprentice)

শিক্ষার্থী যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইটিআই (ITI) কোর্স অথবা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে।
বয়স : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের কাস্ট হিসাবে ST,SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূনপদ : এই পদে 100 টি শূন্যপদ রয়েছে, প্রতিটি ইঞ্জিনিয়ারিং পদের জন্য শূন্যপদ আলাদা আরও জানতে Official Notification দেখুন।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 8000 টাকা বেতন দেওয়া হবে।

3. টেকনিক্যাল এপ্রেন্টিস (Technician(ITI) Apprentice)

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইটিআই(ITI) কোর্স কমপ্লিট করতে হবে।
বয়স : এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের কাস্ট হিসাবে ST,SC প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শূন্যপদ : এই পদে 125 টি শূন্যপদ রয়েছে, প্রতিটি ইঞ্জিনিয়ারিং পদের জন্য শূন্যপদ আলাদা আরও জানতে Official Notification দেখুন।
বেতন : এই পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক 7000 টাকা বেতন দেওয়া হবে।

SJVN Limited recruitment -এর আবেদন পদ্ধতি

এই পদগুলিতে প্রার্থীকে অনলাইনের মাধ্যম আবেদন করতে হবে ‌। অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীকে কতগুলি ধাপ অবলম্বন করতে হবে।
১) প্রথমে আবেদনের জন্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট https://sjvn.nic.in/ গিয়ে রেজিস্টার করতে হবে‌ একটি বৈধ মেল আইডি ও ফোন নাম্বার দিয়ে।
২) রেজিস্টার করার পর পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) লগইন করার পর একটি আবেদনপত্র আসবে যেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৪) আবেদনপত্র সঠিক পূরণ করা হয়ে গেলে আবেদনপত্র জমা করতে হবে। তারপর যেসব নথিপত্র চাইবে সেগুলি সঠিকভাবে স্কান করে আপলোড করতে হবে।
৫) সর্বশেষে ডকুমেন্টসগুলি আপলোড করা হয়ে গেলে কাস্ট হিসাবে OBC, General প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে 100 টাকা জমা করতে হবে এবং ST,SC,PWD প্রার্থীদের কোনরকম আবেদনমূল্য জমা দিতে হবে না। এই ভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখ

অফিশিয়াল ওয়েবসাইটwww.sjvn.nic.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি (Downlod PDF)Notification
অ্যাপ্লিকেশন লিঙ্কApply Here
আবেদনের শেষ তারিখ০৭/০১/২০২৪

Related Articles

Back to top button