Summer Holiday – পড়ুয়াদের জন্য নতুন পরিকল্পনা! গরমের ছুটিতে ক্লাস হবে, নেওয়া হল উদ্যোগ।

Summer Holiday – দিনে দিনে সূর্যের তাপ বাড়ছে। ছোট থেকে বড় সকলের গরমে নাভিশ্বাস ফেলার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এমতবস্থায় ছাত্র-ছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের জন্য কি ব্যবস্থা চালু করেছে সরকার এই সকল তথ্যের জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের পড়ুয়াদের কথা মাথায় রেখে এক বড় উদ্যোগ গ্ৰহণ করেছে রাজ্য সরকার। তীব্র গরমে ছাত্রছাত্রীদের আর স্কুলে আসতে হবে না। এই তীব্র গরমে বাচ্চাদের শরীরের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে স্কুল ছুটি (Summer Holiday) হলেও পড়াশুনা বন্ধ রাখা সম্ভব নয়। কারণ পড়াশুনা বন্ধ রাখলে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে অনেকটাই পিছিয়ে পড়বে।

করোনাকালে যেমন অনলাইনে ক্লাস (Online Class) করানো হতো সেইভাবেই অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। এই অতিরিক্ত গরমের জন্য সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২২শে এপ্রিল থেকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে অনির্দিষ্ট কালের জন্য ছুটির ঘোষিত হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ মেনে অনলাইন ক্লাস শুরু করার পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আগামী ৬ই মে থেকে গরমের ছুটি (Summer Holiday) দেবার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে সূর্যের তাপপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ২২শে এপ্রিল থেকে ছুটি দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শ্যামনগরের সেন্ট জেমস স্কুল ও সেন্ট অগাস্টিন ডে স্কুলে ইতিমধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ভালোভাবেই অনলাইনের মাধ্যমে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। তবে এবার দেখার বিষয় যে রাজ্যের বাকি স্কুলগুলিতে কবে অনলাইন ক্লাস শুরু হবে।